হংকংয়ে মেসি না খেলায় ক্ষুব্ধ সমর্থকদের কারণে হুয়াংজুতে আগামী মাসে আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচ বাতিল করেছে চীনা কর্তৃপক্ষ। তবে বেইজিংয়ে আইভোরি কোস্টের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচটি বাতিল করা হবে কিনা সেটা এখনো নিশ্চিত করেনি চীন।
গত সপ্তাহে হংকংয়ে প্রদর্শনী ম্যাচ ছিলো ইন্টার মিয়ামির। গ্রহের সেরা ফুটবলারকে দেখতে ৪০ হাজার দর্শক মাঠে উপস্থিত হয়। ইনজুরির কারণে সে ম্যাচে মাঠে নামেননি আর্জেন্টিন্টার বিশ্বসেরা তারকা লিউনেল মেসি। তাকে মাঠে না পেয়ে ফুসে ওঠে হংকংয়ের মেসি ভক্তরা।
তাদের ক্ষোভ আরো বেড়েছে একদিন পরই জাপানে প্রিতি ম্যাচে মেসি খেলতে নামায়। ক্ষুব্ধ দর্শকদের শান্ত করতে এরই মধ্যে হংকং ম্যাচে টিকিটের ৫০ভাগ অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে ঐ ম্যাচের আয়োজকরা। অফিসিয়ালি প্রতিটি টিকিটের মূল্য ৬৪০ ডলার।
যার অর্ধেক ফেরত দিচ্ছে আয়োজকরা। চীনের হুয়াংজুতে নাইজেরিয়ার বিপক্ষে ও বেইজিংয়ে আইভরি কোস্টের বিপক্ষে দুটি প্রিতি ম্যাচ খেলার কথা মেসির আর্জেন্টিনার। নিরাপত্তার কথা বিবেচনা করে চীনা ক্রীড়া কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় হুয়াংজুর ম্যাচটা স্থগিত করার।
তবে বেইজিংয়ে আইভোরি কোস্টের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচটি বাতিল করা হবে কিনা সেটা এখনো নিশ্চিত করেনি চীন।