ইসরাইলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহ’র হামলা
- আপডেট সময় : ০৮:১৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪২৫ বার পড়া হয়েছে
ইসরাইলের উত্তরাঞ্চলে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) লেবানন-ইসরাইল সীমান্তে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় রকেট হামলা চালায় তারা।
হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পাশে থাকার কথা দেয় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। চিরশত্রু ইসরাইলের বিরুদ্ধে লড়ে যাওয়ারও সংকল্প করে তারা।
ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের সামরিক স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসরাইলের বেশ কয়েকটি জায়গায় হামলা করে তারা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস টিভির খবর অনুযায়ী, ‘আইন জিতিম’ অঞ্চলে দেশটির তৃতীয় পদাতিক বাহিনীর ওপর হামলা করে হিজবুল্লাহ গেরিলারা। সে সময় তারা ‘কাতিউশা’ রকেট ছোড়ে ইসরাইলকে লক্ষ্য করে। এতে ধ্বংস হয়েছে দেশটির বেশ কয়েকটি সামরিক স্থাপনা।
ইসরাইলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, লেবাননের ওই হামলায় এক উচ্চপদস্থ কর্মকর্তা ও দুই সেনা গুরুতর আহত হয়েছে। হামলার পর লেবাননকে ঠেকাতে পাল্টা আর্টিলারি শেল ছোঁড়ে ইসরাইলি বাহিনী।
একইদিন ইসরাইলের ‘মেরন’ বিমান ঘাঁটিতে ‘ফালাক’ রকেট হামলা হয়। সীমান্তবর্তী ‘সেবা’ এবং ‘আল-মালাইকা’ সাইটেও হামলা চালানো হয়।
এদিকে ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় কাতাইব হিজবুল্লাহ’র কমান্ডার নিহত হওয়ায় চরম প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো।