কুমিল্লায় কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
- আপডেট সময় : ০৭:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪২৮ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাভার্ড ভ্যানটি দাউদকান্দি থেকে চাঁদপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।’
এলাকাবাসী জানায়,কুমিল্লার দাউদকান্দি-কচুয়া সড়কের দাউদকান্দির মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় কাভার ভ্যান এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ (পাঁচজন) নিহত হন । তাদের মরদেহ দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।