মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৭.৮৩ শতাংশ

- আপডেট সময় : ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫১৫ বার পড়া হয়েছে

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ ফল ঘোষণা করেন। ভর্তি পরীক্ষায় ৯২.৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তানজিম মুনতাকা।
এবার ১৯টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা দেন ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু। এরমধ্যে পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।
‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৩৮০ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে মেধা কোটায় ৫ হাজার ৭২ জন, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ৫৬৯ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের ৩৯ জন নির্বাচিত হয়েছে।
অন্যদিকে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। আর ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৯৫টি। সব মিলিয়ে ১১ হাজার ৫৪৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে লিপ্ত হবেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সরকারি মেডিকেল কলেজে ভর্তির হওয়া যাবে আগামী ১৮ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না।
যেভাবে জানা যাবে ফলাফল
ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে ফল জানতে পারবেন https://result.dghs.gov.bd/mbbs/। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। আর উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানিয়ে দেয়া হবে। এ ক্ষেত্রে আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ফলাফল পাওয়া যাবে।