যুক্তরাষ্ট্রের হামলায় ১৭ হুথি যোদ্ধা নিহত
- আপডেট সময় : ০৭:৫৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় ১৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী। স্থানীয় সময় শনিবার (১০ই ফেব্রুয়ারি) দেশটির রাজধানী সানায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। খবর এএফপির।
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের সামরিক বাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী হুথিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।
ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা হোদেইদা বন্দরসহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। গেল বছরের ৭ অক্টোবর ইসরাইল ও হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচল করা ইসরাইলগামী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালাচ্ছে।
এদিকে হুথিদের এ হামলায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতি রোধের লক্ষ্যে গেল বছরের ডিসেম্বর থেকে ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীটির স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী।