০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি ভোট বর্জনের আন্দোলনে সফল হয়েছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘৭ জানুয়ারির ভোট জনগণ প্রত্যাখান করেছে। বিএনপি ভোট বর্জনের আন্দোলনে সফল হয়েছে। সামনে আন্দোলনের নতুন গতি এনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।’

রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দলের আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না দাবি করে সেলিমা বলেন, ‘বিএনপি ফিনিক্স পাখি, যতবার মারবে ততবার জীবিত হবে। সরকার ভয় পেয়ে সিনিয়র নেতাদের মুক্তি দিচ্ছে না বলেও অভিযোগ করেন সেলিমা রহমান।’

তিনি বলেন, ‘যে জিয়ার ভাষণে সমগ্র জনগণ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, আজকে সে জিয়াকে নিয়ে অনেক রকম অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এতো কিছুর পরেও শহিদ জিয়ার নাম জনগণের মন থেকে মুছে ফেলতে পারে নাই।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। ‌

বিএনপি ভোট বর্জনের আন্দোলনে সফল হয়েছে: সেলিমা রহমান

আপডেট : ০৮:৫২:৩৭ পূর্বাহ্ন, রোববার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘৭ জানুয়ারির ভোট জনগণ প্রত্যাখান করেছে। বিএনপি ভোট বর্জনের আন্দোলনে সফল হয়েছে। সামনে আন্দোলনের নতুন গতি এনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।’

রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দলের আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপিকে ভয় দেখিয়ে লাভ হবে না দাবি করে সেলিমা বলেন, ‘বিএনপি ফিনিক্স পাখি, যতবার মারবে ততবার জীবিত হবে। সরকার ভয় পেয়ে সিনিয়র নেতাদের মুক্তি দিচ্ছে না বলেও অভিযোগ করেন সেলিমা রহমান।’

তিনি বলেন, ‘যে জিয়ার ভাষণে সমগ্র জনগণ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, আজকে সে জিয়াকে নিয়ে অনেক রকম অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এতো কিছুর পরেও শহিদ জিয়ার নাম জনগণের মন থেকে মুছে ফেলতে পারে নাই।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। ‌