মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় আট সাবেক নৌসেনাকে মুক্তি দিল কাতার
- আপডেট সময় : ০৬:৩৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৫ বার পড়া হয়েছে
গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার। এদের মধ্যে ৭ জন ইতোমধ্যেই দেশেও ফিরেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে দীর্ঘ ১৮ মাস কারাভোগ শেষে তারা দেশে ফিরল। খবর এনডিটিভি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ওই আটজন সাবেক কর্মকর্তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। এমনকি তাদের বিরুদ্ধে কোন ধরনের অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়েছিল তা উল্লেখ করেনি। অন্যদিকে কাতার সরকারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ওই ভারতীয় নাগরিকদের মধ্যে একজন সাবেক ক্যাপ্টেনও ছিলেন যিনি একটি যুদ্ধজাহাজের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের আগস্ট মাসে ওই সাবেক নৌ কর্মকর্তাদের কাতারের রাজধানী দোহায় গ্রেপ্তার করা হয়েছিল।
গত অক্টোবরে কাতারের একটি আদালত গুপ্তচরবৃত্তির দায়ে তাদের মৃত্যুদণ্ড দেয়। এই খবরে ভারত খুবই মর্মাহত হয়। তবে ডিসেম্বরে এই শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়।
ভারতের ওই আটজন সাবেক নৌ কর্মকর্তা আল দাহরা নামক উপসাগরীয় এক কোম্পানিতে মহাকাশ, নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের সাপোর্ট সলিউশনের কাজ করছিলেন।
কাতারের কারাগার থেকে ছাড়া পেয়ে দেশে আসার পর নৌবাহিনীর সাবেক এসব কর্মকর্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, ভারতে ফিরতে পেরে আমরা আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই। তার সহযোগিতায় আমরা ছাড়া পেয়েছি।
ভারতের গণমাধ্যম দি হিন্দু জানায় তৃতীয় একটি দেশের হয়ে গুপ্তচরের কাজ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দোয়ে শাস্তি দেওয়া হয়।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) নতুন দিল্লি জানিয়েছে আট কর্মকর্তার সবাইকে মুক্তি দিয়েছে কাতার।