০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেশে বছরে ২ কোটি বেল সুতা উৎপাদন

আমাদের দেশে যে তুলা উৎপাদন হয় তা দিয়ে দেশের ন্যূনতম চাহিদা পূরণ করা সম্ভব হয় না। কারণ, শিমুল তুলার যে ঘনত্ব থাকে তা দিয়ে গুণগত মানের সুতা উৎপাদন করা যায় না।

দেশে প্রতিবছর ৪০০ কোটি কেজি বা প্রায় ২ কোটি বেল সুতা উৎপাদন হচ্ছে। যা দেশীয় পোশাক শিল্পের প্রায় ৮০ ভাগ চাহিদা পূরণ করে। তুলার চাষ বাড়ানো গেলে দেশীয় সুতা দিয়েই শতভাগ চাহিদা পূরণ সম্ভব।

তৈরি পোশাক শিল্পে শুধু নিটওয়্যারেই প্রায় ৯০ শতাংশ আর ওভেন পোশাকে প্রাায় ৪০ শতাংশ সুতার যোগান দেয় স্থানীয় এসব স্পিনিং মিলগুলো। সবমিলিয়ে পোশাক শিল্পের প্রায় ৮০ শতাংশ সুতার চাহিদা পূরণ হয় অভ্যন্তরীণ উৎস থেকে।

গেল অর্থবছরে ৩১ হাজার ২২৩ কোটি টাকা খরচ করে ৭ লাখ ৯৩ হাজার ৪৪৬ টন সুতা আমদানি করে বাংলাদেশ। সুতার উৎপাদন ও তুলা চাষ বাড়াতে আন্তঃমন্ত্রণালয় দ্বন্দ্ব নিরসনের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা।

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের এজিএম মো. মাকসুদুর রহমান বলেন, ‘কটনকে প্রথমে পরীক্ষার মাধ্যমে শুরু করি, পরে ইয়ার্নকে পরীক্ষার মাধ্যমে শেষ করি। যতক্ষণ পর্যন্ত আমাদের ল্যাব কোয়ালিটি নিশ্চিত না করে ততক্ষণ পর্যন্ত আমাদের সুতা বাজারজাত করা হয় না।’

এই ধাপে তুলাকে সুতার প্রাথমিক আকার দেয়া হয়। চূড়ান্ত প্রক্রিয়ার আগের এই ধাপের মাধ্যমে তুলার বড় স্লাইভারকে রিংয়ে নেয়া হয়। তার জন্য সিম্পেলক্স মেশিনে কুন্ডলী পাকানো তুলাকে নির্দিষ্ট পাকে ঘুরিয়ে ববিনে নেয়া হয়। পুরো প্রক্রিয়া এখানে ড্রাফটিং, টুইস্টিং ও উইন্ডিং প্রক্রিয়ায় শেষ হয়।

ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুতার নির্দ্দিষ্ট আকার দেয়া হচ্ছে এই ধাপে। এখানে ববিন থেকে সুতা যায় রিং ফ্রেমে, এরপর ২৪, ২৬, ৩০ ও ৩৪ কার্ডেডসহ নির্দিষ্ট আকারে আনা হয় সুতাগুলোকে। এরপর ফিনিশিং ধাপ পেরিয়ে প্যাকেজিংয়ের জন্য সুতা ‘কোন’ এ সংরক্ষণ করা হয়।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘গবেষণার মাধ্যমে যদি তুলার উন্নয়ন করা যায়, তাহলে এক মিলিয়ন মানসম্মত তুলা উৎপাদন সম্ভব হতো। আর এটি আন্তঃমন্ত্রণালয় দ্বন্দ্বের কারণে সম্ভব হচ্ছে না।

উৎপাদনের শেষ পর্যায়ে যথাযথ প্রক্রিয়ায় ওজন পরিমাপের পর সুতা প্যাকেটজাত করে গুদামজাত বা বিক্রয়ের জন্য গাড়িতে তোলা হয়।

দেশে বছরে ২ কোটি বেল সুতা উৎপাদন

আপডেট : ০৬:০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

আমাদের দেশে যে তুলা উৎপাদন হয় তা দিয়ে দেশের ন্যূনতম চাহিদা পূরণ করা সম্ভব হয় না। কারণ, শিমুল তুলার যে ঘনত্ব থাকে তা দিয়ে গুণগত মানের সুতা উৎপাদন করা যায় না।

দেশে প্রতিবছর ৪০০ কোটি কেজি বা প্রায় ২ কোটি বেল সুতা উৎপাদন হচ্ছে। যা দেশীয় পোশাক শিল্পের প্রায় ৮০ ভাগ চাহিদা পূরণ করে। তুলার চাষ বাড়ানো গেলে দেশীয় সুতা দিয়েই শতভাগ চাহিদা পূরণ সম্ভব।

তৈরি পোশাক শিল্পে শুধু নিটওয়্যারেই প্রায় ৯০ শতাংশ আর ওভেন পোশাকে প্রাায় ৪০ শতাংশ সুতার যোগান দেয় স্থানীয় এসব স্পিনিং মিলগুলো। সবমিলিয়ে পোশাক শিল্পের প্রায় ৮০ শতাংশ সুতার চাহিদা পূরণ হয় অভ্যন্তরীণ উৎস থেকে।

গেল অর্থবছরে ৩১ হাজার ২২৩ কোটি টাকা খরচ করে ৭ লাখ ৯৩ হাজার ৪৪৬ টন সুতা আমদানি করে বাংলাদেশ। সুতার উৎপাদন ও তুলা চাষ বাড়াতে আন্তঃমন্ত্রণালয় দ্বন্দ্ব নিরসনের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা।

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের এজিএম মো. মাকসুদুর রহমান বলেন, ‘কটনকে প্রথমে পরীক্ষার মাধ্যমে শুরু করি, পরে ইয়ার্নকে পরীক্ষার মাধ্যমে শেষ করি। যতক্ষণ পর্যন্ত আমাদের ল্যাব কোয়ালিটি নিশ্চিত না করে ততক্ষণ পর্যন্ত আমাদের সুতা বাজারজাত করা হয় না।’

এই ধাপে তুলাকে সুতার প্রাথমিক আকার দেয়া হয়। চূড়ান্ত প্রক্রিয়ার আগের এই ধাপের মাধ্যমে তুলার বড় স্লাইভারকে রিংয়ে নেয়া হয়। তার জন্য সিম্পেলক্স মেশিনে কুন্ডলী পাকানো তুলাকে নির্দিষ্ট পাকে ঘুরিয়ে ববিনে নেয়া হয়। পুরো প্রক্রিয়া এখানে ড্রাফটিং, টুইস্টিং ও উইন্ডিং প্রক্রিয়ায় শেষ হয়।

ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুতার নির্দ্দিষ্ট আকার দেয়া হচ্ছে এই ধাপে। এখানে ববিন থেকে সুতা যায় রিং ফ্রেমে, এরপর ২৪, ২৬, ৩০ ও ৩৪ কার্ডেডসহ নির্দিষ্ট আকারে আনা হয় সুতাগুলোকে। এরপর ফিনিশিং ধাপ পেরিয়ে প্যাকেজিংয়ের জন্য সুতা ‘কোন’ এ সংরক্ষণ করা হয়।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘গবেষণার মাধ্যমে যদি তুলার উন্নয়ন করা যায়, তাহলে এক মিলিয়ন মানসম্মত তুলা উৎপাদন সম্ভব হতো। আর এটি আন্তঃমন্ত্রণালয় দ্বন্দ্বের কারণে সম্ভব হচ্ছে না।

উৎপাদনের শেষ পর্যায়ে যথাযথ প্রক্রিয়ায় ওজন পরিমাপের পর সুতা প্যাকেটজাত করে গুদামজাত বা বিক্রয়ের জন্য গাড়িতে তোলা হয়।