নেতানিয়াহুকে এবার তীব্র ভাষায় গালি দিলেন বাইডেন
- আপডেট সময় : ০৮:১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৪ বার পড়া হয়েছে
গোপন আলাপের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভাষায় তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, সম্প্রতি ওই আলাপের সময় নেতানিয়াহুকে ‘অ্যাসহোল’ বলে গালি দেন তিনি। এ ছাড়া বিভিন্ন আলোচনায়ও বাইডেন বেনিয়ামিন নেতানিয়াহুকে বেশ কয়েকবার গালি দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গোপন আলাপে গাজায় সামরিক অভিযান নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একসময় উত্তেজিত হয়ে যান বাইডেন। তিনি নেতানিয়াহুকে যুদ্ধবিরতির কথা বলেন। কিন্তু নেতানিয়াহু এতে কিছুতেই রাজি হচ্ছিলেন না।
এই বৈঠকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। তাদের দাবি ওই সময় বাইডেন নেতানিয়াহুকে বলেন, গাজায় যথেষ্ট সামরিক কার্যক্রম হয়েছে। আর দরকার নেই।
এনবিসি নিউজ বলছে, নেতানিয়াহু ও বাইডেনের মধ্যে ৪৫ মিনিট আলাপ হয়। বাইডেন এ সময় নেতানিয়াহুকে বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রাফায় হামলা করা ঠিক হবে না।
এর আগেও নেতানিয়াহুকে বেশ কয়েকবার গালি দেন বাইডেন।