‘বড় দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হয় না’

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৬৫ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বড় বড় রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অশুদ্ধ বা অবৈধ হয় না। তবে, নির্বাচনের সার্বজনীনতা ও গ্রহণযোগ্যতা খর্ব হয়।
মঙ্গলবার ঢাকায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ও ডেমোক্র্যাসি-আরএফইডি’র নব-নির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দলগুলো অংশগ্রহণ করলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো।
উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে সিইসি বলেন, এখানে প্রার্থীদের সঙ্গে ভোটারদের যোগাযোগ বেশি থাকে। এ কারণে মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। নির্বাচন ভালো নাকি খারাপ হয়েছে, তা জনগণ ঠিক করবে বলেও মন্তব্য করেন সিইসি।