সরকারের পদত্যাগের দাবিতে জনগণের বারুদ জেগে উঠেছে : রিজভী
- আপডেট সময় : ০৮:২৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৬ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পদত্যাগের দাবিতে জনগণের বারুদ জেগে উঠেছে। জোর করে দখলদারির ক্ষমতা জনগণের সামনে দেখাতে চায় সরকার। তবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না তারা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, যারা এসবের সঙ্গে জড়িত তাদের একদিন বিচার করা হবে।
রাজধানীর ফকিরাপুল এলাকায় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। ডামি নির্বাচনে সরকারের আমলে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র- মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে বিএনপির পক্ষে থেকে লিফলেট বিতরণ করা হয়।
৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করে রিজভী বলেন, এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটানো হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
পূর্বঘোষণা অনুযায়ী নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশের মহানগরের এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করছে বিএনপি।