জোট সরকারে থাকবে না পিপিপি: বিলাওয়াল
- আপডেট সময় : ০৫:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে
সরকারের অংশ না হলেও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। আজ মঙ্গলবার পিএমএল-এনর সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি এমনটি জানান। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ৮ ফেব্রুয়ারির পাকিস্তানের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। এবারের নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯২ আসন পেয়ে এগিয়ে রয়েছেন। এরপর রয়েছে যথাক্রমে পিএমএল-এন ৭৯ ও পিপিপি ৫৪ আসন। কোনো দল বা জোট সরকার গঠন করতে হলে ১৩৪টি আসন প্রয়োজন।
সংবাদ সম্মেলনে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জানান, প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে তিনি নিজেকে প্রত্যাহার করছেন। কারণ পিপিপি কেন্দ্রে সরকার গঠনের প্রয়োজনীয় ম্যান্ডেট পায়নি।
তিনি বলেন, ‘পিএমএল-এন ও স্বতন্ত্ররা কেন্দ্রে পিপিপির চেয়ে বেশি আসনে জয়ী হয়েছে। পিটিআই পিপিপির সঙ্গে জোট গঠনে অস্বীকৃতি জানিয়েছে। ফলে পিপিপিকে সরকারের যোগ দিতে আমন্ত্রণ জানানো একমাত্র দল পিএমএল-এন।’
পাকিস্তানের এই তরুণ রাজনীতিবিদ বলেন, ‘আমাদের নিজেদের পক্ষে কেন্দ্রে সরকার গঠন করতে পারছি না বা যোগ দেওয়ার মতো অবস্থায় নেই। এমন অবস্থায় আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতেও আগ্রহী নই। আমরা দেশে রাজনৈতিক বিশৃঙ্খলাও চাই না।’
এর আগে পিটিআই দাবি করে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে তাঁর দলের সরকার গঠন করতে চান | মঙ্গলবার এক সংবাদ সম্মলনে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেন, ইমরান খান পিটিআইয়ের সরকার গঠন করতে চান। আর সেটা কেন্দ্র, খাইবার পাখতুনখোয়া অথবা পাঞ্জাবেও হতে পারে। আর এ জন্য মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমীনের (এমডব্লিউএম) সঙ্গে জোট গড়তে চায় পিটিআই।