বিশাখাপত্তনমে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। সে ম্যাচে একটুর জন্য দেখা গিয়েছিল সরফরাজ খানকে। বদলি ফিল্ডার হিসেবে টেস্ট ক্রিকেটের স্বাদ পেয়েছেন। এবার এবার সত্যি সত্যি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে সরফরাজের।
আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট। রাজকোট টেস্টে সরফরাজের সঙ্গে ধ্রুব জুরেলেরও অভিষেক হবে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।
গতকাল ভারতের অনুশীলন সেশনে সরফরাজকে বাড়তি সময় ধরে ব্যাট করানো হয়েছে। সে সঙ্গে যশস্বী জয়সোয়ালের সঙ্গে দ্বিতীয় স্লিপে দাঁড় করিয়ে ক্যাচ অনুশীলন করানো হয়েছে। দলের সঙ্গে থাকা আরেক ব্যাটসম্যান রজত পতিদারকে গালিতে দাঁড় করানো হয়েছিল।
আর উইকেটকিপিংয়ের গ্লাভস ছিল ধ্রুব জুরেলের হাতে। এ সময় কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা পাশে ছিলেন।
বিরাট কোহলি সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে ছুটি নিয়েছিলেন, সে ছুটি বাকি তিন ম্যাচ পর্যন্ত বেড়েছে। ওদিকে লোকেশ রাহুল এখনো চোট থেকে সেরে ওঠেননি। চোট ও ফর্মহীনতা মিলিয়ে শ্রেয়াস আইয়ারও ছিটকে গেছেন সিরিজের শেষ তিন ম্যাচ থেকে।
দ্বিতীয় টেস্টে পতিদারের অভিষেক হয়েছিল। এই টেস্টেও তাঁকে রাখার কথা। লোকেশ রাহুলের বিকল্প হিসেবে দেবদূত পাড়িক্কালকে ডাকা হলেও সরফরাজেরই অভিষেক হওয়ার সম্ভাবনা বেশি। কদিন আগেই ভারত এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের (এ দল) বিপক্ষে সেঞ্চুরি করেছেন।
এদিকে উইকেটকিপিংয়েও পরিবর্তন আসার সম্ভাবনা। ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছেন কেএস ভরত। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৬.৪৭ গড়ে ৭৯০ রান করা জুরেলকে তাই রাজকোটে সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে।
এদিকে মঙ্গলবার অনুশীলন সেশনে দেখা যায়নি দ্বিতীয় টেস্টের সেঞ্চুরিয়ান শুবমান গিলকে। দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পাওয়া গিল যদি না খেলতে পারেন, তাহলে ব্যাটিং লাইনআপ নিয়ে মহাবিপদে পড়ে যাবে ভারত। তবে ধারণা করা হচ্ছে, চোট থেকে সেরে উঠতে সময় দেওয়ার জন্যই কাল অনুশীলন করেননি গিল।