ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহবাজই হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। আর এই জোট সরকারের নেতৃত্বে থাকবেন শাহবাজ শরিফ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে নওয়াজের দলের সঙ্গে জোট সরকার গঠনের ঘোষণা দেন পিপিপির সহ-সভাপতি আসিফ আলী জারদারি। তিনি বলেন, ‘আমরা পাকিস্তানকে কঠিন অবস্থা থেকে বের করে আনব।’

এরপর প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরিফকে মনোনীত করেন পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ। আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে পিএমএল-নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে মনোনীত করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে মরিয়ম নওয়াজ নিজেই এসব তথ্য জানিয়েছেন।

দুই বছর আগে নওয়াজের পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল মিলে ইমরান খানকে উৎখাত করে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল। তবে দেশের অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রী শাহবাজের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের জনগণের আস্থা অর্জন করতে পারেনি।

এরপর গত ৮ ফেব্রুয়ারির পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯২টি আসন পেয়েছে। এরপর রয়েছে যথাক্রমে পিএমএল-এন ৭৯ ও পিপিপি ৫৪ আসন। কোনো দল বা জোট সরকার গঠন করতে হলে ১৩৪টি আসন প্রয়োজন। নানা জল্পনার পর অবশেষে গতকাল জোট গঠনের ঘোষণা দেয় পিএমএল-এন ও পিপিপি।

এতদিন পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের কথা বলা হচ্ছিল। তবে গতকাল রাতে হঠাৎ করে নওয়াজ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এর আগে পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছিলেন, সরকারের অংশ না হলেও পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবে তাঁর দল। এক সংবাদ সম্মেলনে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জানান, প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে তিনি নিজেকে প্রত্যাহার করছেন। কারণ পিপিপি কেন্দ্রে সরকার গঠনের প্রয়োজনীয় ম্যান্ডেট পায়নি।

নিউজটি শেয়ার করুন

শাহবাজই হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

অবশেষে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। আর এই জোট সরকারের নেতৃত্বে থাকবেন শাহবাজ শরিফ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে নওয়াজের দলের সঙ্গে জোট সরকার গঠনের ঘোষণা দেন পিপিপির সহ-সভাপতি আসিফ আলী জারদারি। তিনি বলেন, ‘আমরা পাকিস্তানকে কঠিন অবস্থা থেকে বের করে আনব।’

এরপর প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরিফকে মনোনীত করেন পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ। আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে পিএমএল-নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে মনোনীত করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে মরিয়ম নওয়াজ নিজেই এসব তথ্য জানিয়েছেন।

দুই বছর আগে নওয়াজের পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল মিলে ইমরান খানকে উৎখাত করে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল। তবে দেশের অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণে আনতে ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রী শাহবাজের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের জনগণের আস্থা অর্জন করতে পারেনি।

এরপর গত ৮ ফেব্রুয়ারির পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯২টি আসন পেয়েছে। এরপর রয়েছে যথাক্রমে পিএমএল-এন ৭৯ ও পিপিপি ৫৪ আসন। কোনো দল বা জোট সরকার গঠন করতে হলে ১৩৪টি আসন প্রয়োজন। নানা জল্পনার পর অবশেষে গতকাল জোট গঠনের ঘোষণা দেয় পিএমএল-এন ও পিপিপি।

এতদিন পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের কথা বলা হচ্ছিল। তবে গতকাল রাতে হঠাৎ করে নওয়াজ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এর আগে পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছিলেন, সরকারের অংশ না হলেও পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবে তাঁর দল। এক সংবাদ সম্মেলনে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জানান, প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে তিনি নিজেকে প্রত্যাহার করছেন। কারণ পিপিপি কেন্দ্রে সরকার গঠনের প্রয়োজনীয় ম্যান্ডেট পায়নি।