‘ইউক্রেন থেকে পিছু হটলে হত্যা করা হতে পারে পুতিনকে’
- আপডেট সময় : ০৮:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৭ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হারার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তাঁর মতে, এই যুদ্ধে হারলে রুশ প্রেসিডেন্ট গুপ্তহত্যার শিকার হতে পারেন।
স্থানীয় সময় সোমবার এক আলোচনা সভায় অংশ নিয়ে ইলন মাস্ক এসব কথা বলেন। আলোচনা সভায় রিপাবলিকান সিনেটর রন জনসন, জেডি ভ্যান্স, মাইক লি উপস্থিত ছিল। এ ছাড়া, রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট মনোনয়নের সাবেক প্রার্থী বিবেক রামাস্বামীও উপস্থিত ছিলেন।
আলোচনায় মাস্কের স্যাটেলাইট সেবা দানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রভাবিত হয়েছে—এমন অভিযোগ ওঠে।
এসময় মাস্ক জানান, তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট সেবা দিচ্ছে। তাঁর মূল লক্ষ্য হলো চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের প্রাণহানি বন্ধ করা।
সিনেটরদের উদ্দেশ্য করে মাস্ক বলেন, ‘এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য পুতিনের ওপর চাপ আছে। তিনি যদি এই যুদ্ধ থেকে পিছিয়ে যান তবে তিনি গুপ্তহত্যারও শিকার হতে পারেন।’
আলোচনা সভায় মাইক জনসন বলেন, ইউক্রেনে পুতিনের হারার কোনো সুযোগ নেই। যারা ভাবছেন, ইউক্রেন জিতবে তাঁরা এক কাল্পনিক জগতে বাস করছেন। এ সময় ইলন মাস্ক তাঁর মন্তব্যের সঙ্গে একমত হন।
আলোচনায় ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান ও গাজায় সহায়তা দেওয়ার জন্য মার্কিন সরকারের ৯৫ বিলিয়ন ডলারের বিলের বিরোধিতা করেন জেডি ভ্যান্স।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইলন মাস্ক বলেন, ‘মার্কিন নাগরিকদের উচিত দেশটির সরকার ইউক্রেনের জন্য যে ৬০ বিলিয়ন ডলার সহায়তা বিল উত্থাপন করেছে সে বিষয়ে নিজ নিজ এলাকার আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করা। এই ব্যয় ইউক্রেনকে সহায়তা করবে না। যুদ্ধ দীর্ঘায়ত করার মাধ্যমে ইউক্রেনকে সহায়তা করা হবে না।’