লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা
- আপডেট সময় : ০৫:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে
উত্তর ইসরায়েলে রকেট হামলায় একজন নারী নিহতের পর লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। লেবানিজ সংবাদ মাধ্যমগুলোকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, কয়েকটি গ্রামে চালানো এই বিমান হামলায় বেশ কিছু ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।
ইসরায়েলে রকেট হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী মনে করা হলেও সশস্ত্র গোষ্ঠীটি এ ঘটনার দায় স্বীকার করেনি। গত ৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকেই সীমান্ত এলাকায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী– আইডিএফের মুখপাত্র ডানিয়েল হাগোরি বুধবার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ফাইটার জেট দিয়ে লেবানিজ এলাকায় ব্যাপক বিমান হামলা শুরু হয়েছে।’
আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামলার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
আইডিএফ বলছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলে চালানো রকেট হামলার লক্ষ্যবস্তু ছিল সেনাবাহিনীর উত্তর কমান্ড সেন্টার। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকটি রকেট স্থানীয় একটি হাসপাতালের গেটে আঘাত হানে।
শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সশস্ত্র রাষ্ট্রহীন সেনাবাহিনী। ইসরায়েলের বিরোধিতা করতে ১৯৮০ সালে এই ইরান এই সংগঠনটি প্রতিষ্ঠা করে।