ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংরক্ষিত আসনে: জাপার মনোনয়ন পেলেন সালমা–নাহার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি তাদের প্রাপ্ত দুটি আসনে এবার মনোনয়ন দিয়েছে সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগমকে (ঠাকুরগাঁও)।

বৃহস্পতিবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সালমা ইসলাম জাতীয় পার্টির কো–চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় নির্বাচনে তিনি ঢাকা–১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমানের কাছে পরাজিত হন। এর আগেও সালমা সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, নূরুন নাহার বেগম ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এবার সংরক্ষিত নারী আসন বণ্টনে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র নির্বাচিত ৬২ সংসদ সদস্য। এতে ৫০টি আসনের ৪৮টিই পাচ্ছে ক্ষমতাসীনরা। আর বাকি দুটি পাচ্ছে জাতীয় পার্টি।

গত বুধবার ৪৮টি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ মার্চ সংরক্ষিত নারী আসনে ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন

সংরক্ষিত আসনে: জাপার মনোনয়ন পেলেন সালমা–নাহার

আপডেট সময় : ০৫:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি তাদের প্রাপ্ত দুটি আসনে এবার মনোনয়ন দিয়েছে সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগমকে (ঠাকুরগাঁও)।

বৃহস্পতিবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সালমা ইসলাম জাতীয় পার্টির কো–চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় নির্বাচনে তিনি ঢাকা–১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমানের কাছে পরাজিত হন। এর আগেও সালমা সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, নূরুন নাহার বেগম ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এবার সংরক্ষিত নারী আসন বণ্টনে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র নির্বাচিত ৬২ সংসদ সদস্য। এতে ৫০টি আসনের ৪৮টিই পাচ্ছে ক্ষমতাসীনরা। আর বাকি দুটি পাচ্ছে জাতীয় পার্টি।

গত বুধবার ৪৮টি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ মার্চ সংরক্ষিত নারী আসনে ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি।