চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছে লাৎসিও। পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন চিরো ইম্মোবিলে।
বুধবার (১৪ই ফেব্রুয়ারি) বুন্দেসলিগায় নিজেদের সবশেষ ম্যাচে লেভারকুসেনের কাছে হেরে শিরোপার দৌঁড়ে পিছিয়ে গেছে দলটি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও হোঁচট খেলো টমাস টুখেলের দল।
প্রতিপক্ষের মাঠে শুরুতে দাপুটে ফুটবল খেলেছে বায়ার্ন। দ্বিতীয় মিনিটে ২০ গজ দূর থেকে নেয়া শট লক্ষ্যে রাখতে পারেননি জসুয়া কিমিখ। পাঁচ মিনিট পর গোলের দারুণ সুযোগ হাতছাড়া করেন হ্যারি কেইন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে পারত লাৎসিও। ৪৮তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি গুস্তাভ ইসাকসেন। পা বাড়িয়ে তার শট ঠেকিয়ে দেন মানুয়েল নয়ার।
৬৯তম মিনিটে ডি-বক্সে ইসাকসেনকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন দায়দ উপেমেকানো, পেনাল্টি পায় লাৎসিও। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন ইম্মোবিলে।
দশ জনের দলে পরিণত হলেও আক্রমণাত্মক ফুটবলই খেলে যায় বায়ার্ন। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।