লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে ধারাবাহিক হামলা চালিয়েছে ইসরাইল। এতে প্রাণ হারিয়েছে চার শিশুসহ মোট নয় বেসামরিক নাগরিক।
লেবাননের নিরাপত্তা সূত্রে জানা যায়, বুধবারের (১৪ই ফেব্রুয়ারি) এ হামলায় সেখানকার আল-সাওয়ানা গ্রামে এক নারী তার দুই সন্তানসহ নিহত হয়েছেন। নাবাতিয়াহ’র একটি ভবনে হামলায় প্রাণ হারিয়েছে আরও দুই শিশু, তিন নারী এবং একজন পুরুষ। হামলার পর সাতজনকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হিজবুল্লাহর রকেট হামলার জবাব দিয়েছে এ আক্রমণ এর মধ্য দিয়ে। বিগত প্রায় চার মাসের বেশি সময় ধরে লেবানন এবং ইসরাইল সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরাইলী যোদ্ধারা লড়াই চালিয়ে আসছে। মূলত লেবাননের সশস্ত্র বাহিনী তাদের মিত্র হামাসকে সমর্থন ক’রে ইসরাইলের সাথে সংঘর্ষে জড়ায়।