মালদ্বীপ থেকে যে কারণে বিতাড়িত হলেন ৮৩ বাংলাদেশি
- আপডেট সময় : ০৫:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১২ বার পড়া হয়েছে
ভিসার নিয়ম ভঙ্গ ও মাদকের সঙ্গে জড়িত থাকাসহ বিভিন্ন অপরাধের কারণে দেশ থেকে ১৮৬ জন বিদেশিকে বিতাড়িত করেছে মালদ্বীপ। এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে মালদ্বীপ থেকে বিতাড়িত করা হয়েছে অন্তত ৮৩ বাংলাদেশিকে।
মালদ্বীপ থেকে বিতাড়িত হওয়া ভারতীয়দের সংখ্যা ৪৩। এ ছাড়া শ্রীলঙ্কার ২৫ ও নেপালের ৮ জনকে বিতাড়িত করেছে মালদ্বীপ সরকার। তবে এসব বিদেশিকে কবে বিতাড়িত করা হয়েছে, তা জানানো হয়নি।
মালেভিত্তিক নিউজ আউটলেট আধাধু বলছে, মালদ্বীপে অবৈধ কোনো ব্যবসা রাখতে চায় না সরকার। এর অংশ হিসেবে ১৮৬ জন বিদেশিকে বিতাড়িত করেছে মালদ্বীপ।
গত মঙ্গলবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী আলী ইহুসান এক সংবাদ সম্মেলনে বলেন, অবৈধ কোনো ব্যবসা না রাখতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে তাদের মন্ত্রণালয়। বিভিন্ন নামে যেসব প্রতিষ্ঠান অবৈধ ব্যবসা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে।