বিএনপি মহাসচিব আন্দোলনের দিবা স্বপ্ন দেখছেন: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৯:০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের কথা না ভেবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, জেল থেকে বের হয়ে বিএনপি মহাসচিব আন্দোলনের দিবা স্বপ্ন দেখছেন। তিনি সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
সারা বিশ্বই এখন প্রতিকূল স্রোতে সাঁতার কাটছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কঠিন সব বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে একটা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
বিএনপি নেতাদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, পরবর্তী আন্দোলনের কথা না ভেবে তাদের উচিত পরবর্তি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা।
কেবলমাত্র নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীরাই এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন। তিনি সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
জনাব কাদের বলেন, তৃণমূল পর্যায়ে যাদের অবদান বেশী কেবল তাদেরকেই আওয়ামী লীগ মূল্যায়ন করেছে এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে বেছে নিয়েছে। যারা মনোনয়ন না পেয়ে মনে কষ্ট পেয়েছেন তাদেরকে তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভবিষ্যতে সুযোগ থাকলে দল তাদের অবশ্যই মূল্যায়ন করবে।
এসময় দলের তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত সবগুলো মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক কমিটির তালিকা করে দ্রুত সম্মেলন অনুষ্ঠানের নির্দেশ দেন ওবায়দুল কাদের।
সারা বিশ্বই এখন প্রতিকূল স্রোতে সাঁতার কাটছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কঠিন সব বাধা ও ষড়যন্ত্র মোকাবেলা করে একটা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ পাওয়ার যোগ্য।