ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আশা বাঁচিয়ে রাখলো খুলনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্দান্ত ঢাকাকে হারিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখলো খুলনা টাইগার্স। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫ উইকেটে জয় পায় তারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৮ রান তোলে মোসাদ্দেক হোসেনের দল। জবাবে ১৬ ওভারেই জয় তুলে নেয় খুলনা।

বিপিএলে মাত্র এক জয়ে টেবিলের তলানিতে দুর্দান্ত ঢাকা। সাত দলের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে থেকে বিদায় নিশ্চিত দলটির। বিপিএল সিজন টেনে দ্বিতীয় জয়ের খোঁজে নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। কিন্তু খুলনার বোলারদের সামলাতে ব্যর্থ হয় ঢাকার টপঅর্ডাররা। ২৭ রানে হারায় তিন উইকেট।

অস্ট্রেলিয়ান অ্যালেক্স রস ও ইরফান শুকুর কিছুটা লড়াই করলেও টিকতে পারেননি বেশিক্ষন। দুজনেই আউট হন ২৫ করে। অধিনায়ক মোসাদ্দেক ২৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার ওয়েন পারনেল ও মুকিদুল ইসলাম নেন তিনটি করে উইকেট।

১২৯ রানের টার্গেটে অধিনায়ক আনামুল হক বিজয় ও এভিন লুইসের উইকেট হারিয়ে কিছুটি চাপে পড়ে খুলনা। তবে পারভেজ ইমন ও শাই হোপের ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় দলটি। আফিফ হোসেন ৪৩ রানে অপরাজিত থেকে খুলনাকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৫ উইকেটে ১৩১ করে খুলনা। দুটি করে উইকেট নেন শরিফুল ও তাসকিন।

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ চার দলের কোয়ালিফায়ার রাউন্ডে খেলার দৌড়ে টিকে থাকলো খুলনা টাইগার্স।

নিউজটি শেয়ার করুন

আশা বাঁচিয়ে রাখলো খুলনা

আপডেট সময় : ০৫:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

দুর্দান্ত ঢাকাকে হারিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখলো খুলনা টাইগার্স। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫ উইকেটে জয় পায় তারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৮ রান তোলে মোসাদ্দেক হোসেনের দল। জবাবে ১৬ ওভারেই জয় তুলে নেয় খুলনা।

বিপিএলে মাত্র এক জয়ে টেবিলের তলানিতে দুর্দান্ত ঢাকা। সাত দলের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে থেকে বিদায় নিশ্চিত দলটির। বিপিএল সিজন টেনে দ্বিতীয় জয়ের খোঁজে নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। কিন্তু খুলনার বোলারদের সামলাতে ব্যর্থ হয় ঢাকার টপঅর্ডাররা। ২৭ রানে হারায় তিন উইকেট।

অস্ট্রেলিয়ান অ্যালেক্স রস ও ইরফান শুকুর কিছুটা লড়াই করলেও টিকতে পারেননি বেশিক্ষন। দুজনেই আউট হন ২৫ করে। অধিনায়ক মোসাদ্দেক ২৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার ওয়েন পারনেল ও মুকিদুল ইসলাম নেন তিনটি করে উইকেট।

১২৯ রানের টার্গেটে অধিনায়ক আনামুল হক বিজয় ও এভিন লুইসের উইকেট হারিয়ে কিছুটি চাপে পড়ে খুলনা। তবে পারভেজ ইমন ও শাই হোপের ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় দলটি। আফিফ হোসেন ৪৩ রানে অপরাজিত থেকে খুলনাকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৫ উইকেটে ১৩১ করে খুলনা। দুটি করে উইকেট নেন শরিফুল ও তাসকিন।

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ চার দলের কোয়ালিফায়ার রাউন্ডে খেলার দৌড়ে টিকে থাকলো খুলনা টাইগার্স।