ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রহস্যজনক নারী বাবা ভাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৭৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মারা গেছেন আজ থেকে ২৭ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে। রহস্যজনক এই নারীর নাম বাবা ভাঙ্গা। তিনি একজন বুলগেরিয়ার নাগরিক। ২০২৪ সাল নিয়ে তিনি যেসব ভবিষ্যদ্বাণী করেছিলেন, দেড় মাসের মধ্যেই তা মিলে গেল।

সেই ভবিষ্যদ্বাণী জানার আগে বাবা ভাঙ্গার অতীত ‘পারফরমেন্স’ জেনে নেওয়া যাক। ‘টুইন টাওয়ার’ ধ্বংস হয়ে যাওয়ার অনেক আগেই এ ধরনের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। পরে কাকতালীয়ভাবে তা মিলে যায় বলে দাবি করা হয়।

বাবা ভাঙ্গাকে বলা হয় ‘নস্ত্রাদামুস অফ বালকান’। আইএসের উত্থান ও ব্রেক্সিটের সমস্যার কথাও তিনি আগেই বলেছিলেন বলে দাবি করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার ২০২৪ সালের বাবা ভাঙ্গার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী তুলে ধরে। এর মধ্যে ছিল রাশিয়ার ক্যানসারের টিকা তৈরি। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, রুশ বিজ্ঞানীরা ক্যানসারের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে। যেকোনো সময় রোগীদের জন্য এটি সরবরাহ শুরু হবে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘নতুন প্রজন্মের জন্য আমাদের একটি উপহার আসছে। আমাদের দেশের বিজ্ঞানীরা ক্যানসারের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে। আশা করছি শিগগির প্রয়োগ শুরু করতে পারব।’

বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণী ছিল ২০২৪ সালে বিশাল অর্থনৈতিক সংকট দেখ দেবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে। বিশ্ব অর্থনীতির বর্তমান চিত্র সেদিকেই ইঙ্গিত করছে। গত বছরের শেষদিকে মন্দার আভাস পাওয়া যায় যুক্তরাজ্যে। বেড়ে যায় জীবনযাত্রার খরচ।

এদিকে অর্থনৈতিক মন্দায় পড়ে জার্মানির কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান হারিয়েছে জাপান। এতে তারা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। জাপান সরকারের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস এ তথ্য জানিয়েছে। অর্থনীতির সাধারণ সূত্র অনুসারে, টানা দুই প্রান্তিকে অর্থনৈতিক সংকোচন হলে বলা যায় অর্থনৈতিক মন্দা চলছে।

বাবা ভাঙ্গার আরও কয়েকটি ভবিষ্যদ্বাণী হলো-

১. ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করতে পারেন তাঁর এক সহকর্মী।

২. বায়োলজিক্যাল লড়াই ঘটতে পারে পৃথিবীতে। সেইসঙ্গে ইউরোপে বাড়তে পারে সন্ত্রাসী হামলা।

৩. ২০২৪ সালে বছরে জলবায়ু পরিবর্তনেরও ভবিষ্যদ্বাণী করেন বাবা ভাঙ্গা ।

৪. বাবা ভাঙ্গা বলেছেন, ২০২৪ সালে সাইবার হামলা বাড়বে। হ্যাকাররা আধুনিক প্রযুক্তি দিয়ে পাওয়ার গ্রিড এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করবে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

৫. ২০২৪ সালে কোয়ান্টাম কম্পিউটিংয়েও যুগান্তরকারী সফলতা আসতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা।

নিউজটি শেয়ার করুন

রহস্যজনক নারী বাবা ভাঙ্গা

আপডেট সময় : ০৫:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

মারা গেছেন আজ থেকে ২৭ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে। রহস্যজনক এই নারীর নাম বাবা ভাঙ্গা। তিনি একজন বুলগেরিয়ার নাগরিক। ২০২৪ সাল নিয়ে তিনি যেসব ভবিষ্যদ্বাণী করেছিলেন, দেড় মাসের মধ্যেই তা মিলে গেল।

সেই ভবিষ্যদ্বাণী জানার আগে বাবা ভাঙ্গার অতীত ‘পারফরমেন্স’ জেনে নেওয়া যাক। ‘টুইন টাওয়ার’ ধ্বংস হয়ে যাওয়ার অনেক আগেই এ ধরনের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। পরে কাকতালীয়ভাবে তা মিলে যায় বলে দাবি করা হয়।

বাবা ভাঙ্গাকে বলা হয় ‘নস্ত্রাদামুস অফ বালকান’। আইএসের উত্থান ও ব্রেক্সিটের সমস্যার কথাও তিনি আগেই বলেছিলেন বলে দাবি করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার ২০২৪ সালের বাবা ভাঙ্গার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী তুলে ধরে। এর মধ্যে ছিল রাশিয়ার ক্যানসারের টিকা তৈরি। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, রুশ বিজ্ঞানীরা ক্যানসারের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে। যেকোনো সময় রোগীদের জন্য এটি সরবরাহ শুরু হবে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘নতুন প্রজন্মের জন্য আমাদের একটি উপহার আসছে। আমাদের দেশের বিজ্ঞানীরা ক্যানসারের টিকা আবিষ্কারের দ্বারপ্রান্তে। আশা করছি শিগগির প্রয়োগ শুরু করতে পারব।’

বাবা ভাঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণী ছিল ২০২৪ সালে বিশাল অর্থনৈতিক সংকট দেখ দেবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে। বিশ্ব অর্থনীতির বর্তমান চিত্র সেদিকেই ইঙ্গিত করছে। গত বছরের শেষদিকে মন্দার আভাস পাওয়া যায় যুক্তরাজ্যে। বেড়ে যায় জীবনযাত্রার খরচ।

এদিকে অর্থনৈতিক মন্দায় পড়ে জার্মানির কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান হারিয়েছে জাপান। এতে তারা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। জাপান সরকারের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস এ তথ্য জানিয়েছে। অর্থনীতির সাধারণ সূত্র অনুসারে, টানা দুই প্রান্তিকে অর্থনৈতিক সংকোচন হলে বলা যায় অর্থনৈতিক মন্দা চলছে।

বাবা ভাঙ্গার আরও কয়েকটি ভবিষ্যদ্বাণী হলো-

১. ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করতে পারেন তাঁর এক সহকর্মী।

২. বায়োলজিক্যাল লড়াই ঘটতে পারে পৃথিবীতে। সেইসঙ্গে ইউরোপে বাড়তে পারে সন্ত্রাসী হামলা।

৩. ২০২৪ সালে বছরে জলবায়ু পরিবর্তনেরও ভবিষ্যদ্বাণী করেন বাবা ভাঙ্গা ।

৪. বাবা ভাঙ্গা বলেছেন, ২০২৪ সালে সাইবার হামলা বাড়বে। হ্যাকাররা আধুনিক প্রযুক্তি দিয়ে পাওয়ার গ্রিড এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করবে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

৫. ২০২৪ সালে কোয়ান্টাম কম্পিউটিংয়েও যুগান্তরকারী সফলতা আসতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা।