‘ভোট কারচুপি’র দায় স্বীকার করে রাওয়ালপিন্ডির কমিশনারের পদত্যাগ
- আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে
পাকিস্তানের রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চট্টা পদত্যাগ করেছেন। দেশটিতে ৮ ফেব্রুয়ারির ভোটে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি। একইসঙ্গে রাজনৈতিক চাপে ভুল সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমলাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের গণমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।
রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিয়াকত আলী। সেখানে তিনি বলেন, তার ওপর এতো ‘চাপ’ ছিল যে তিনি আজ সকালের নামাজের পর আত্মহত্যার চিন্তা করেছিলেন। তিনি বলেন, ‘পরে আমি ভেবে দেখলাম, জনসাধারণের সামনে বিষয়গুলো কেন তুলে ধরছি না? আমি কেন হারাম ভাবে মরব?’
একইসঙ্গে লিয়াকত আলী বলেন, ‘সব আমলাদের প্রতি আমার আহ্বান, তারা যেন এসব রাজনৈতিক দলের নেতা, যারা কি না মন্ত্রীত্বের জন্য লড়ছেন, তাদের জন্য এমন ভুল না করেন।’
জিও টিভির যুক্তরাজ্য সংবাদদাতা মুর্তজা আলী শাহ তার এক্স ভেরিফায়েড পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘কমিশনার রাওয়ালপিন্ডি তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি পুলিশের কাছে আত্মসমর্পণের আগে নির্বাচনের ফলাফল পরিবর্তন করার কথা স্বীকার করেছেন।’
এদিকে, পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) তাদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তপ্ত পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরইমধ্যে বিভিন্ন এলাকায় ১৪৪ ধারাও জারি হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে বলে জানিয়ে ইসলামাবাদ পুলিশ।