মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ নাভালনির স্ত্রী
- আপডেট সময় : ০৭:২১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে
রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁর স্ত্রী ইউলিয়া নাভালনায়া। গতকাল শুক্রবার জার্মানির মিউনিখ শহরে ইউরোপভিত্তিক জোট দাভোসের প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এমনটি জানান।
নাভালনির স্ত্রী বলেন, ‘আমি জানি না বিষয়টি সত্য কি না। আমরা পুতিন এবং তাঁর নেতৃত্বাধীন প্রশাসনকে বিশ্বাস করতে পারি না। তারা সবসময় মিথ্যা বলে।’
‘তবে যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি চাই পুতিন, তার সব অনুগামী-অনুসারী, পুতিনের মিত্র এবং তার নেতৃত্বাধীন সরকার— সবাই এর দায় বহন করবে; যা তারা আমাদের দেশ, আমার পরিবার এবং আমার স্বামীর সঙ্গে করেছে।’
এসময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নাভালনায়া বলেন, ‘এখানে আসার আগে দীর্ঘ সময় ধরে আমি ভেবেছি যে আমার কি এখানে আসা উচিত, না কি শিগগিরই মস্কোতে আমার ছেলে মেয়েদের কাছে যাওয়া উচিত।’
‘কিন্তু তখন আমার মনে হলো, এই অবস্থায় অ্যালেক্সাই থাকলে কী করতেন। আমি নিশ্চিত, তিনি এই মঞ্চে উপস্থিত থাকতেন।’
৪৭ বছর বয়সী নাভালনি পুতিনের একজন কট্টর সমালোচক ছিলেন। গতকাল শুক্রবার রুশ কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার বিরোধী দলীয় নেতা পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি ইয়ামালো-নেনেটস অঞ্চলের কারাগারে কারাগারে মারা গেছেন। তবে নাভালনির মৃত্যুর কারণ নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি।