লেবাননে বেসামরিক নাগরিক হত্যার জন্য ইসরায়েলকে রক্ত দিয়ে মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। সেই সঙ্গে লেবানন-ইসরায়েল সীমান্তের যুদ্ধ আরও তীব্র হওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি।
গত বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ ১০ বেসামরিক নাগরিক ও ৩ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়। পরে শুক্রবার হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ ইসরায়েলকে রক্ত দিয়ে মূল্য চোকানোর হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর প্রতিরোধ গড়ে তুলবে হিজবুল্লাহ।
এ নিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হামাস মিত্র হিজবুল্লাহ মূলত ইরানের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। এমনটা চলতে থাকলে হিজবুল্লাহকে চড়া দাম দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, ইসরায়েল-হিজবুল্লাহর প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেল ডুজারিক।