অনুশীলনে আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ
- আপডেট সময় : ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৬ বার পড়া হয়েছে
নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন মোস্তাফিজুর রহমান। মূলত অনুশীলনের সময় ক্যারিবিয়ান পেসার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে। এরপর রক্তাক্ত হন ফিজ। পরক্ষণেই তাকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) কোনো দলের খেলা নেই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন চলছিলো। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ডের ব্যাট করার সময় বোলিং সাইডে ছিলেন ফিজ। হঠাৎই বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কাটার মাস্টার, শুরু হয় রক্তক্ষরণও। বলের আঘাতে তার মাথা ফেটে যায়। কুমিল্লার মিডিয়া ম্যানেজার সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে মোস্তাফিজের সিটি স্ক্যান করানো হয়েছে। মাথায় একাধিক সেলাই লাগলেও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন কুমিল্লা দলের ফিজিও। তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তাঁর শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।