০১:৩৯ পূর্বাহ্ন, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটোর ইঙ্গিত আমেরিকার

গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হতে পারে আগামী মঙ্গলবার। যুদ্ধবিরতির এই প্রস্তাব উত্থাপন করেছে আলজেরিয়া। তবে এরইমধ্যে প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে আমেরিকা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব উত্থাপন করে আলজেরিয়া। তবে এই খসড়া প্রস্তাব নিয়ে শনিবার এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত জানান, এ ধরনের প্রস্তাব যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, ‘আমেরিকা এই খসড়া প্রস্তাব সমর্থন করে না। এটি নিয়ে ভোটের আয়োজন করা হলে তা গ্রহণ করা হবে না। এতে ভেটো দেওয়া হবে।’

এর আগেও গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘে প্রস্তাব উঠেছিল। আর এ প্রস্তাবে দুইবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

১৫ সদস্যদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস করার জন্য অন্তত ৯ সদস্যের ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া যদি ‘না’ ভোট দেয় তাহলে প্রস্তাব পাস হবে না। স্থায়ী সদস্যদের না ভোটকে ভেটো বলা হয়।

এদিকে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে জোর তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। তবে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা আশাব্যঞ্জক নয় বলে হতাশা প্রকাশ করেছে কাতার।

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটোর ইঙ্গিত আমেরিকার

আপডেট : ০৯:২৭:২৫ পূর্বাহ্ন, রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হতে পারে আগামী মঙ্গলবার। যুদ্ধবিরতির এই প্রস্তাব উত্থাপন করেছে আলজেরিয়া। তবে এরইমধ্যে প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে আমেরিকা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব উত্থাপন করে আলজেরিয়া। তবে এই খসড়া প্রস্তাব নিয়ে শনিবার এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত জানান, এ ধরনের প্রস্তাব যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, ‘আমেরিকা এই খসড়া প্রস্তাব সমর্থন করে না। এটি নিয়ে ভোটের আয়োজন করা হলে তা গ্রহণ করা হবে না। এতে ভেটো দেওয়া হবে।’

এর আগেও গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘে প্রস্তাব উঠেছিল। আর এ প্রস্তাবে দুইবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।

১৫ সদস্যদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস করার জন্য অন্তত ৯ সদস্যের ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া যদি ‘না’ ভোট দেয় তাহলে প্রস্তাব পাস হবে না। স্থায়ী সদস্যদের না ভোটকে ভেটো বলা হয়।

এদিকে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে জোর তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। তবে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা আশাব্যঞ্জক নয় বলে হতাশা প্রকাশ করেছে কাতার।