প্রয়োজনের সময় যুদ্ধ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত আছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের রামু সেনানিবাসে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেনাসদস্যদের এমনভাবে প্রস্তুত করা হয় যাতে প্রয়োজনের সময় তারা যুদ্ধ করতে পারে।
তিনি বলেন, এর বাইরেও আমরা অনেক উন্নয়নমূলক কাজ করে আসছি। দুর্যোগ মোকাবিলায় আমরা কাজ করে থাকি। বিশ্ব শান্তি রক্ষায়ও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এক নম্বর সৈন্য প্রেরণকারী দেশ বাংলাদেশ।
এসময় প্রত্যেক সেনাসদস্যকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান।