ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রিপোর্টার্স উইদাউট বর্ডাসের প্রতিবেদন বিভ্রান্তিমূলক- তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩তম বলে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের এই প্রতিবেদন অপর্যাপ্ত তথ্যর ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এর বিরুদ্ধে নিজেদের অবস্থান লিখিতভাবে আর এস এফকে জানানো হবে বলে জানানো হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) আরএসএফ-এর সাম্প্রতিক প্রতিবেদন ও ‘র‌্যাঙ্কিং’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের বিকাশে সরকার যে ধারাবাহিক ভূমিকা রেখে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে তার অবমূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনটি পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী প্রতিবেদনে তাদের (আরএসএফ) ভুল তথ্য সংশোধন করে বাস্তবতার প্রতিফলন ঘটবে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে, তবে উন্নত দেশের পর্যায়ে না পৌঁছালেও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।

তিনি বলেন তাদের এই তথ্য অপর্যাপ্ত, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর। তাদের প্রতিবেদনে কেবল খারাপ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সাংবাদিকতার ভালো বিষয়গুলো বাদ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রিপোর্টার্স উইদাউট বর্ডাসের প্রতিবেদন বিভ্রান্তিমূলক- তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩তম বলে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের এই প্রতিবেদন অপর্যাপ্ত তথ্যর ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এর বিরুদ্ধে নিজেদের অবস্থান লিখিতভাবে আর এস এফকে জানানো হবে বলে জানানো হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) আরএসএফ-এর সাম্প্রতিক প্রতিবেদন ও ‘র‌্যাঙ্কিং’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের বিকাশে সরকার যে ধারাবাহিক ভূমিকা রেখে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে তার অবমূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনটি পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে তিনি বলেন, আগামী প্রতিবেদনে তাদের (আরএসএফ) ভুল তথ্য সংশোধন করে বাস্তবতার প্রতিফলন ঘটবে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে, তবে উন্নত দেশের পর্যায়ে না পৌঁছালেও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।

তিনি বলেন তাদের এই তথ্য অপর্যাপ্ত, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর। তাদের প্রতিবেদনে কেবল খারাপ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সাংবাদিকতার ভালো বিষয়গুলো বাদ দেয়া হয়েছে।