ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

একুশের চেতনা থেকে দেশ আজ অনেক দূরে সরে গেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে চেতনা লালন করে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো, সে চেতনা থেকে দেশ অনেক দূরে সরে গেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোরে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। সেখান থেকে প্রভাত ফেরি শুরু হয়। প্রথমে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। এরপর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে।

তিনি বলেন, আমরা মনে করি, আমরা আজও গণতন্ত্র-হারা। আমরা আজও অধিকার-হারা। ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। তারা অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছে।

২১ ফেব্রুয়ারির শহীদদের আত্মদান আজ অবহেলিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আজও লড়াই করতে হচ্ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা।

সর্বসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যে চেতনা লালন করে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো, সে চেতনা থেকে দেশ অনেক দূরে সরে গেছে।

রিজভী বলেন, মানুষ গণতন্ত্র হারা, ভোটের অধিকার হারা, কথা বলতে পারে না। একুশের চেতনা, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনকে উদ্বুদ্ধ করে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

একুশের চেতনা থেকে দেশ আজ অনেক দূরে সরে গেছে: রিজভী

আপডেট সময় : ০৬:১৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে চেতনা লালন করে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো, সে চেতনা থেকে দেশ অনেক দূরে সরে গেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোরে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। সেখান থেকে প্রভাত ফেরি শুরু হয়। প্রথমে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। এরপর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে।

তিনি বলেন, আমরা মনে করি, আমরা আজও গণতন্ত্র-হারা। আমরা আজও অধিকার-হারা। ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। তারা অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করে আসছে।

২১ ফেব্রুয়ারির শহীদদের আত্মদান আজ অবহেলিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আজও লড়াই করতে হচ্ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা।

সর্বসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যে চেতনা লালন করে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো, সে চেতনা থেকে দেশ অনেক দূরে সরে গেছে।

রিজভী বলেন, মানুষ গণতন্ত্র হারা, ভোটের অধিকার হারা, কথা বলতে পারে না। একুশের চেতনা, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনকে উদ্বুদ্ধ করে বলেও মন্তব্য করেন তিনি।