কারামুক্ত হলেন বিএনপি নেতা আলাল
- আপডেট সময় : ০৩:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কারাফটকে তাকে স্বাগত জানান বিএনপির অসংখ্য নেতা-কর্মী।
তিনি জানান, প্রায় মাস তিনেক আগে ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আনা হয়। সেখানে তিনি ১৭টি মামলার বন্দি হিসেবে ছিলেন। তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তা যাচাই বাছাই করে বুধবার বিকেল ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
কারাগার থেকে বের হয়ে প্রতিক্রিয়ায় মোয়াজ্জেম হোসেন আলাল সংবাদমাধ্যমকে বলেন, ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছি। এই সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। এখন থেকে স্বৈরাচার সরকার হটানোর আন্দোলন আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার চারটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করা হয়। ৩১ অক্টোবর রাজধানীর শহীদনগর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।