অবশেষে জোট সরকার গঠনের ঐক্যমতে নওয়াজ-বিলওয়াল
- আপডেট সময় : ০৩:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে
অবশেষে জোট সরকার গঠনের ঐক্যমতে পৌঁছেছে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টোর দল। কয়েকদিনের আলোচনার পর পিএমএল-এন এর শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী ও আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট করার শর্তে সরকার গঠনের সমঝোতায় পৌঁছেছে তারা। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সরকার গঠন নিয়ে মঙ্গলবার সিনেটর ইসহাক দারের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন পিএমএলএন এবং পিপিপির নেতারা। সেখানে জোট সরকার গঠনের বিভিন্ন শর্তগুলো নিয়ে আলোচনা করেন তারা। এরপর এ সিদ্ধান্তে উপনীত হয় এই দুই দল। পরে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পিএমএল-এন এর শেহবাজ শরীফ এবং পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো ও কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি উপস্থিত ছিলেন। এসময় জানানো হয়, সমঝোতা অনুযায়ী ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন পিএমএলএনের শেহবাজ শরিফ। আর দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন আসিফ আলী জারদারি।
বিলাওয়াল ভুট্টো জানান আরও জানিয়েছেন, শুধুমাত্র পাকিস্তানের স্থিতিশীলতার জন্য তারা জোট সরকার গঠনে সম্মত হয়েছেন। তবে নতুন সরকারের মন্ত্রীসভায় তারা কোন কোন মন্ত্রণালয়গুলো নেবেন বা পাবেন সেটি পরে জানানো হবে বলে জানান তিনি।
গত ৮ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বানে সর্বোচ্চ ৯২টি আসন পায় পিটিআইয়ের স্বতন্ত্ররা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫টি আসন পায় পিএমএলএন। আর তৃতীয় সর্বোচ্চ ৫৪টি আসন পায় পিপিপি।