হাসপাতালে বোমা হামলা চালিয়েছে মিয়ানমার সেনা
- আপডেট সময় : ০৭:১৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠাগুলোর হামলার মুখে কোনঠাসা হয়ে পড়েছে দেশটির সামরিক সরকার। ক্ষমতা ধরে রাখতে মরিয়া সেনাবাহিনীর বর্বরতা দিন দিন বাড়ছে। এবার একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে সেনারা।
এক প্রতিবেদনে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, রাখাইন রাজ্যের রামরি শহরে আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক বোমা ব্যবহার করছে দেশটির সেনাবাহিনী। এ হামলায় ধ্বংস হয়েছে একটি হাসপাতাল। এছাড়া মায়ামো বাজারসহ বেসামরিক নাগরিকদের অসংখ্য ঘরবাড়িও ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ধ্বংস হয়েছে বৌদ্ধ নানদের একটি কনভেন্টও।
আরাকান আর্মি জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকে রামরি শহর ও এর আশপাশের এলাকায় বোমা হামলা শুরু করে সেনাবাহিনী। এসময় জেটবিমান থেকে ৫০০-পাউণ্ড বোমা ফেলেছে জান্তা সেনারা। শহরটির নিয়ন্ত্রণ ঘিরে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জান্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় আরাকান আর্মি। এরপর থেকেই রামরিতে থেমে থেমে আকাশ, সমুদ্র ও স্থল হামলা চালাচ্ছে সামরিক সেনারা।