০৫:৪১ পূর্বাহ্ন, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দখলদার সরকার ঐতিহ্যগতভাবেই জনগণকে শত্রুপক্ষ ভাবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দখলদার সরকাররা ঐতিহ্যগতভাবেই জনগণকে শত্রুপক্ষ ভাবে। তাই ক্ষমতা দখলে রেখে জুলুমের খড়গ নামিয়ে আনে। জনগণের প্রতি এই তাচ্ছিল্যভাব ক্ষমার যোগ্য নয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কারণে প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। গণবিরোধী সরকার জবাবদিহিতার ধার-ধারে না। এই সরকারের পক্ষে কোনো গণরায় নেই।

রিজভী আহমেদ বলেন, জনজীবনকে দুর্বিসহ করতে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করবে সরকার। দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর চরম আঘাত হানবে। বিদ্যুত জ্বালানির দাম বাড়িয়ে মরার উপর খাড়ার ঘা হবে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ালে নতুন কর্মসূচি দিবে বিএনপি।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘রাজকোষ শুন্য হওয়ায় জনগণের পকেট কেটে সমন্বয়ের চেষ্টা করছে সরকার। ডলারের রিজার্ভ কোথায় গেলো? উন্নয়নের ফানুস দেখিয়ে কারা পাচার করেছে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে। বিভিন্ন কায়দায় রক্ত শুষে নেয়ার আরেক পৈশাচিক কায়দা।

তিনি আরও বলেন, এই সরকার বাংলাদেশের বাংলা ভাষা, সাহিত্য ও শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাংলা ভাষার চর্চাকে ভুলিয়ে দেওয়ার জন্য নানা কায়দায় ভিনদেশী ভাষা ও সংস্কৃতির প্রসার ঘটাচ্ছে।

দখলদার সরকার ঐতিহ্যগতভাবেই জনগণকে শত্রুপক্ষ ভাবে: রিজভী

আপডেট : ০৮:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দখলদার সরকাররা ঐতিহ্যগতভাবেই জনগণকে শত্রুপক্ষ ভাবে। তাই ক্ষমতা দখলে রেখে জুলুমের খড়গ নামিয়ে আনে। জনগণের প্রতি এই তাচ্ছিল্যভাব ক্ষমার যোগ্য নয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কারণে প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। গণবিরোধী সরকার জবাবদিহিতার ধার-ধারে না। এই সরকারের পক্ষে কোনো গণরায় নেই।

রিজভী আহমেদ বলেন, জনজীবনকে দুর্বিসহ করতে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করবে সরকার। দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর চরম আঘাত হানবে। বিদ্যুত জ্বালানির দাম বাড়িয়ে মরার উপর খাড়ার ঘা হবে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ালে নতুন কর্মসূচি দিবে বিএনপি।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘রাজকোষ শুন্য হওয়ায় জনগণের পকেট কেটে সমন্বয়ের চেষ্টা করছে সরকার। ডলারের রিজার্ভ কোথায় গেলো? উন্নয়নের ফানুস দেখিয়ে কারা পাচার করেছে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে। বিভিন্ন কায়দায় রক্ত শুষে নেয়ার আরেক পৈশাচিক কায়দা।

তিনি আরও বলেন, এই সরকার বাংলাদেশের বাংলা ভাষা, সাহিত্য ও শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাংলা ভাষার চর্চাকে ভুলিয়ে দেওয়ার জন্য নানা কায়দায় ভিনদেশী ভাষা ও সংস্কৃতির প্রসার ঘটাচ্ছে।