যুক্তরাষ্ট্রের সমর্থনে রাফায় হত্যাযজ্ঞের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল
- আপডেট সময় : ০৬:৫৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কৌশলী সমর্থনে ভর করে ফিলিস্তিনের রাফায় হত্যাযজ্ঞের মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে গাজা থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ না দিতে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব মানবতার কাণ্ডারি যুক্তরাষ্ট্র।
ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শুধু গাজার বিভিন্ন অবস্থানে হামলায় অন্তত ১১৮ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতার প্রয়োগে থামিয়ে দিলে গাজায় নৃশংসতা আরও আগ্রাসী রূপ নেয়। হামলা হয় হাসপাতাল ও শরণার্থী শিবিরে।
রাফায় আবাসিক ভবনে গোলাবর্ষণে নিহত হয় শিশুসহ একই পরিবারের অন্তত দুই ডজন মানুষ। এই বর্বরতা থামানোর লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের শুনানিতে বরাবরের মতোই ইসরায়েলের পক্ষে বক্তব্য পেশ করেন মার্কিন প্রতিনিধি। অনুরোধ জানানো হয়, গাজা ও পশ্চিম তীর থেকে কোনো শর্ত ছাড়াই ইসরায়েলি সেনা প্রত্যাহারে যেনো আদালত কড়া নির্দেশনা না দেন। আর ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইহুদি বসতি স্থাপন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে আদালতে বক্তব্য উপস্থাপন করেন রাশিয়ার প্রতিনিধি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক তৎপরতায় ফিলিস্তিনের স্বাধীনতার চেষ্টার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর অবস্থানকে জোরালো সমর্থন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। বলা হয়েছে, স্বাধীনতা চাইলে আলোচনা করতে হবে শুধুই ইসরায়েলের সাথে।
উল্লেখ্য, চার মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বরতায় হত্যার শিকার হয়েছেন ২৯ হাজার তিনশ’র বেশি ফিলিস্তিনি।