আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৪০ জন
- আপডেট সময় : ১১:৩৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০১ বার পড়া হয়েছে
গাজার মধ্যাঞ্চলের আবাসিক এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছে ৪০ ফিলিস্তিনি। দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতাল চত্বরে বেশ কিছু মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এদিকে, ইসরায়েলি বিমান হামলায় রাফায় নিহত হয়েছে অন্তত ৬ জন। এছাড়া, জেনেন শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় একজন নিহত ও আহত হয়েছেন ১৫ জন। অধিকৃত পশ্চিম তীরেও হামলা জোরদার করেছে ইসরায়েল। গাজা মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক বাড়িতে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
এই নিরন্তর হামলায় গত সাড়ে চার মাসে প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে ২৯ হাজার ফিলিস্তিনি। একই সময় আহত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। এরপরও থামছে না হামলা। কিছুক্ষণ পরপরই তীব্র বোমা আর গুলির শব্দে কেঁপে উঠছে অবরুদ্ধ ভূখন্ড গাজা।
গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি বাহিনীর সংঘটিত ‘ন্যাক্কারজনক গণহত্যায়’ ৪০ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজায় চলমান এই অপরাধের জন্য সম্পূর্ণরূপে ইসরায়েলের পাশাপাশি আমরা আমেরিকান প্রশাসন ও আন্তর্জাতিক সম্প্রদায়কেও দায়ী করছি। ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ওপর যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বিশ্বের কাছে আহ্বান জানাই।’
এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন।
ইসরাইলি হামলায় এরই মধ্যে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্যব্যবস্থা। সেখানকার মানবিক পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এদিকে, খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরাইলি বাহিনী পুনঃরায় অভিযান শুরু করেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এমন অবস্থায় গাজায় হাজার হাজার মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা আর জিম্মি করে ২৫৩ জনকে। এ ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত উপত্যকায় ২৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৭০ হাজার।