কানাডায় ৪ মুসলমানকে গাড়িচাপাকারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
- আপডেট সময় : ১১:৩১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে
কানাডায় মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী নাথানিয়েল ভেল্টম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে, ২৫ বছরের মধ্যে প্যারোলে মুক্তিতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।
চরম মুসলিম বিদ্বেষের জেরে নৃশংস হত্যাকাণ্ডে কানাডাকে থমকে দেয়া ন্যাক্কারজনক ঘটনায় ২৩ বছর বয়সী নাথানিয়েল ভেল্টম্যানকে দোষী সাব্যস্ত করা হয় গত বছরের নভেম্বরে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এই মামলার চূড়ান্ত রায়ে ভেল্টম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
হত্যার ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলেছেন বিচারক। কানাডার বিচার কার্যক্রমের ইতিহাসে কোনো বিচারকের কাছে থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর বিরুদ্ধে এমন মন্তব্য বিরল। ২০২১ সালের জুনে অন্টারিওর লন্ডন শহরে পৈশাচিক এই অপকর্ম করেন নাথানিয়েল। সে পাকিস্তানি একটি পরিবারের চার সদস্যের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে বাবা-মা-সন্তানসহ চারজন নিহত হয়। সেসময় শোক শোভাযাত্রা করে এই হত্যাকাণ্ডের নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছে ধর্ম-বর্ণ নির্বিশেষে কানাডার হাজারো মানুষ।
২০১৭ সালে কুইবেক শহরে মসজিদে গুলি করে পাঁচজনকে হত্যার পর এই প্রথম মুসলিমদের ওপর এমন নৃশংস বর্বরতার সাক্ষী হয়েছে কানাডাবাসী।