ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রতীক পেলেন কুমিল্লা ও ময়মনসিংহের মেয়র প্রার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতীক পেয়েছেন প্রার্থীরা। আজ শুক্রবার সকালে কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

মেয়র পদে তাহসিন বাহার বাস প্রতীক পেয়েছেন, নূর উর রহমান মাহমুদ তামিম পেয়েছেন হাতি প্রতীক, মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি এবং নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। প্রতীক পেয়েই কয়েকজন প্রার্থী আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন।

এদিকে ময়মনসিংহে মেয়র পদে ৫ প্রার্থী প্রতীক পেয়েছেন। টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন ইকরামুল হক টিটু, সাদেক খান মিল্কী পেয়েছেন হাতি, এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, রেজাউল হক পেয়েছেন হরিণ এবং শহীদুল ইসলাম স্বপন পেয়েছেন লাঙল প্রতীক। কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ চলছে।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন। আজ থেকেই প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণে প্রতি তিন ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন এবং মাঠ পর্যায়ে কাজ করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তা। আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

প্রতীক পেলেন কুমিল্লা ও ময়মনসিংহের মেয়র প্রার্থীরা

আপডেট সময় : ০৭:৫৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতীক পেয়েছেন প্রার্থীরা। আজ শুক্রবার সকালে কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

মেয়র পদে তাহসিন বাহার বাস প্রতীক পেয়েছেন, নূর উর রহমান মাহমুদ তামিম পেয়েছেন হাতি প্রতীক, মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি এবং নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। প্রতীক পেয়েই কয়েকজন প্রার্থী আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন।

এদিকে ময়মনসিংহে মেয়র পদে ৫ প্রার্থী প্রতীক পেয়েছেন। টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন ইকরামুল হক টিটু, সাদেক খান মিল্কী পেয়েছেন হাতি, এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, রেজাউল হক পেয়েছেন হরিণ এবং শহীদুল ইসলাম স্বপন পেয়েছেন লাঙল প্রতীক। কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ চলছে।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন। আজ থেকেই প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণে প্রতি তিন ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন এবং মাঠ পর্যায়ে কাজ করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তা। আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।