ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুবাই ওপেন টেনিসের সেমিফাইনালে ইগা সুইয়াটেক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহজ জয়েই দুবাই ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই কন্যা ইগা সুইয়াটেক। চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী পোলিশ তারকা কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে ষষ্ঠ বাছাই চিনের কুইনওয়েন ঝেংকে হারান।

দুবাইয়ের ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার (২২ ফোব্রুয়ারি) ছন্দে থেকেই কুইনওয়েন ঝেংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামেন ইগা সুইয়াটেক। প্রথম সেট ৬-৩’এ জিতে এগিয়ে যান গত দুই বছরের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কন্যা। তার দুরন্ত ফর্মের কাছে দ্বিতীয় সেটেও সুবিধা করতে পারেনি চাইনিজ তারকা। হার মানেন ওই ৪-৬ গেমেই।

তিনবারের ফ্রেঞ্চ ওপেন ও একবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন তারকা সেমিফাইনালে রাশিয়ার আন্না কালিন্সকায়ার বিপক্ষে খেলবেন। কোয়ার্টার ফাইনালে রুশ কন্যা তৃতীয় বাছাই কোকো গফকে আপসেটের শিকার বানান। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল খেলে গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে সেরা সাফল্য পাওয়া কালিন্সকায়া তিন সেট লড়ে ২-৬, ৬-৪ ও ৬-২’এ আমেরিকান টেনিস তারকাকে হারান।

নিউজটি শেয়ার করুন

দুবাই ওপেন টেনিসের সেমিফাইনালে ইগা সুইয়াটেক

আপডেট সময় : ০৯:২৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

সহজ জয়েই দুবাই ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই কন্যা ইগা সুইয়াটেক। চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী পোলিশ তারকা কোয়ার্টার ফাইনালে সরাসরি সেটে ষষ্ঠ বাছাই চিনের কুইনওয়েন ঝেংকে হারান।

দুবাইয়ের ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার (২২ ফোব্রুয়ারি) ছন্দে থেকেই কুইনওয়েন ঝেংয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামেন ইগা সুইয়াটেক। প্রথম সেট ৬-৩’এ জিতে এগিয়ে যান গত দুই বছরের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কন্যা। তার দুরন্ত ফর্মের কাছে দ্বিতীয় সেটেও সুবিধা করতে পারেনি চাইনিজ তারকা। হার মানেন ওই ৪-৬ গেমেই।

তিনবারের ফ্রেঞ্চ ওপেন ও একবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন তারকা সেমিফাইনালে রাশিয়ার আন্না কালিন্সকায়ার বিপক্ষে খেলবেন। কোয়ার্টার ফাইনালে রুশ কন্যা তৃতীয় বাছাই কোকো গফকে আপসেটের শিকার বানান। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল খেলে গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে সেরা সাফল্য পাওয়া কালিন্সকায়া তিন সেট লড়ে ২-৬, ৬-৪ ও ৬-২’এ আমেরিকান টেনিস তারকাকে হারান।