২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বৈশ্বিক ভূরাজনীতির ইতিহাসে বাঁকবদলের একটি মুহূর্ত। সেদিন ইউক্রেনে তিনদিনের জন্য সেনা অভিযানের ঘোষণা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রতিরোধ আর পশ্চিমাদের নিন্দার মধ্যেই দুই বছর পেরিয়ে তিন বছরে পা দিয়েছে সেই সামরিক অভিযান।
যুদ্ধের এই দুই বছরে ইউক্রেনের প্রায় ১৮ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। সবশেষ আভদিভকা শহর দখল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
যুদ্ধে এখন সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া। আর তাই যুদ্ধের দুই বছর পূর্তির প্রাক্কালে ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন পুতিন। শুক্রবার তিনি সেনাদের উদ্দেশ্যে বলেন, সত্য ও ন্যায়ের জন্য এ লড়াইয়ে যা যা প্রয়োজন তার পুরোটাই করা হবে। যুদ্ধ যত কঠিনই হোক লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে রাশিয়া।
অন্যদিকে পশ্চিমা সহায়তা থমকে যাওয়ায় যুদ্ধক্ষেত্রে অস্ত্র ও গোলাবারুদের সংকটে ভুগছে ইউক্রেন বাহিনী। প্রতিনিয়ত আমেরিকাসহ পশ্চিমা মিত্রদের প্রতি দ্রুত সহায়তা পাঠানোর অনুরোধ জানাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।