বিপিএলের প্লে-অফে সাকিব, তামিম, লিটনদের কার ম্যাচ কবে
- আপডেট সময় : ০৭:৪৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৩ বার পড়া হয়েছে
বিপিএলের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে গতকাল। ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচের পরই নিশ্চিত হয়েছে প্লে-অফের চারটি দল। তামিম ইকবালের ফিফটিতে কুমিল্লাকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছায় বরিশাল। এর আগেই গ্রুপ পর্বের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস কোয়ালিফায়ার নিশ্চিত করেছে।
অন্যদিকে চট্টগ্রাম পর্বের শেষ দিকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তৃতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছায়। বাকি ছিল শুধু একটি দল যেখানে লড়াইটা ছিল বরিশাল ও খুলনা টাইগার্সের। গতকাল দিনের প্রথম ম্যাচে কুমিল্লাকে ৬ উইকেটে হারানোর ফলে খুলনার যেটুকু সম্ভাবনা ছিল তা আগেই শেষ করে দেয় তামিমের বরিশাল।
ফলে বিপিএলের প্লে অফের লাইনআপ চূড়ান্ত। কারা খেলবেন সেখানে, কার ম্যাচ কবে কাদের বিপক্ষে?
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের শীর্ষ দুই দল ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে, কোয়ালিফায়ার-১ ও কোয়ালিফায়ার-২ এই দুই ম্যাচে । শীর্ষ দুই দল সাকিবের রংপুর রাইডার্স ও লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ানস কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে। সেখানে জয়ী দল হবে সরাসরি ফাইনালে চলে যাবে। আর হেরে যাওয়া দল আরেকটি সুযোগ পাবে ফাইনালে ওঠার, যেখানে তারা মুখোমুখি হবে কোয়ালিফায়ার ২-এ এলিমিনেটর জয়ী দলের সঙ্গে।
এলিমিনেটরে খেলবে গ্রুপ পর্বে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করা দুই দল – তামিমের ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয়ী দল খেলবে কোয়ালিফায়ার-২। ওই দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল চলে যাবে ফাইনালে। আগামী ২৬ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর অনুষ্ঠিত হবে মিরপুরে।
এক নজরে বিপিএলের প্লে-অফের সূচি:
২৬ ফেব্রুয়ারি
এলিমিনেটর
ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দুপুর – ১:৩০ টা, ঢাকা
কোয়ালিফায়ার ১
রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস
সন্ধ্যা – ৬:৩০টা, ঢাকা
২৮ ফেব্রুয়ারি
কোয়ালিফায়ার ২
কোয়ালিফায়ার ১-এ পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল
সন্ধ্যা – ৬:৩০ টা, ঢাকা
ফাইনাল
১ মার্চ
কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী
সন্ধ্যা – ৭ টা, ঢাকা