ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রুশ গোয়েন্দা উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি রুশ উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী বলেছে, উড়োজাহাজটি রুশ সেনারা তাদের গোয়েন্দা কাজে ব্যবহার করত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল শুক্রবার ‘এ–৫০’ নামের উড়োজাহাজটি রাশিয়ার রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদরের মধ্যবর্তী স্থানে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার কানেভস্কয় শহরে বিধ্বস্ত ওই উড়োজাহাজটির আগুন নেভানো হয়েছে এবং তার ভগ্নাংশ পরিষ্কার করা হয়েছে। তবে কীভাবে উড়োজাহাজটি ধ্বংস করা হয়েছে, সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।

এদিকে এ উড়োজাহাজ বিধ্বস্তের খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক। তিনি বলেন, গতকাল ইউক্রেনের বিমান বাহিনী একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ উড়োজাহাজ ভূপাতিত করেছে। উড়োজাহাজটি রাশিয়া তাদের গোয়েন্দা কাজে ব্যবহার করত। এমন গুরুত্বপূর্ণ একটি উড়োজাহাজ বিধ্বস্ত করায় বিমান বাহিনীর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মাইকোলা ওলেশ্চুক।

বিবিসি জানিয়েছে, এই উড়োজাহাজ ভূপাতিত করার ব্যাপারে মন্তব্য জানতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আজভ সাগরে রাশিয়ার আরেকটি গোয়েন্দা উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন।

নিউজটি শেয়ার করুন

রুশ গোয়েন্দা উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আপডেট সময় : ০৯:২০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

একটি রুশ উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী বলেছে, উড়োজাহাজটি রুশ সেনারা তাদের গোয়েন্দা কাজে ব্যবহার করত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল শুক্রবার ‘এ–৫০’ নামের উড়োজাহাজটি রাশিয়ার রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদরের মধ্যবর্তী স্থানে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার কানেভস্কয় শহরে বিধ্বস্ত ওই উড়োজাহাজটির আগুন নেভানো হয়েছে এবং তার ভগ্নাংশ পরিষ্কার করা হয়েছে। তবে কীভাবে উড়োজাহাজটি ধ্বংস করা হয়েছে, সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।

এদিকে এ উড়োজাহাজ বিধ্বস্তের খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক। তিনি বলেন, গতকাল ইউক্রেনের বিমান বাহিনী একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ উড়োজাহাজ ভূপাতিত করেছে। উড়োজাহাজটি রাশিয়া তাদের গোয়েন্দা কাজে ব্যবহার করত। এমন গুরুত্বপূর্ণ একটি উড়োজাহাজ বিধ্বস্ত করায় বিমান বাহিনীর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মাইকোলা ওলেশ্চুক।

বিবিসি জানিয়েছে, এই উড়োজাহাজ ভূপাতিত করার ব্যাপারে মন্তব্য জানতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আজভ সাগরে রাশিয়ার আরেকটি গোয়েন্দা উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন।