ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের শেষ ম্যাচেও নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে অস্ট্রেলিয়া। রোববার অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টি আইনে স্বাগতিকদের ২৭ রানে হারিয়েছে অজিরা।

আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি অস্ট্রেলিয়া। দলীয় ১৬ রানের মাথায় তারা হারায় পেনার স্টিভেন স্মিথকে। এরপর ম্যাথু শর্টকে নিয়ে অর্ধশত রানের জুটি গড়েন ট্রাভিস হেড। ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলা শর্টকে টিম সাইফার্টের ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন অ্যাডাম মিলনে।

এরপর চার নম্বরে ব্যাটে আসে গ্লেন ম্যাক্সওয়েল শুরুতেই ঝড় তোলেন। দলীয় ৯৯ রানের মাথায় তারা হারায় ওপেনার হেডকে। ৩০ বলে ৩৩ রান করেন তিনি। এরপর জস ইংিলিশ আর টিম ডেভিড ভালো শুরু করলেও ১১তম ওভারের খেলা চলাকালীন নামে বৃষ্টি। অজিদের দলীয় রান তখন ১০ ওভার ৪ বলে ৪ উইকেটে ১১৮।

দীর্ঘসময় বর্ষণের পর বৃষ্টি থামলে অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে নামতে পারেনি। সিদ্ধান্ত হয় ১০ ওভারে খেলার। ফলে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের।

এই লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম ও ২৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ৫১ রানের মাথায় তৃতীয় উইকেটের যখন পতন হয় তখনো ২৯ বলে প্রয়োজন ছিল ৭৫ রানের। গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান চেষ্টা করলেও ৩ উইকেটে ৯৮ রানে থামে তাদের ইনিংস। ফিলিপস ২৪ বলে করেন ৪০ রান। তাতে ২৭ রানে পরাজিত হয় স্বাগতিকরা।

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৯:৪৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের শেষ ম্যাচেও নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে অস্ট্রেলিয়া। রোববার অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টি আইনে স্বাগতিকদের ২৭ রানে হারিয়েছে অজিরা।

আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি অস্ট্রেলিয়া। দলীয় ১৬ রানের মাথায় তারা হারায় পেনার স্টিভেন স্মিথকে। এরপর ম্যাথু শর্টকে নিয়ে অর্ধশত রানের জুটি গড়েন ট্রাভিস হেড। ১১ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলা শর্টকে টিম সাইফার্টের ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন অ্যাডাম মিলনে।

এরপর চার নম্বরে ব্যাটে আসে গ্লেন ম্যাক্সওয়েল শুরুতেই ঝড় তোলেন। দলীয় ৯৯ রানের মাথায় তারা হারায় ওপেনার হেডকে। ৩০ বলে ৩৩ রান করেন তিনি। এরপর জস ইংিলিশ আর টিম ডেভিড ভালো শুরু করলেও ১১তম ওভারের খেলা চলাকালীন নামে বৃষ্টি। অজিদের দলীয় রান তখন ১০ ওভার ৪ বলে ৪ উইকেটে ১১৮।

দীর্ঘসময় বর্ষণের পর বৃষ্টি থামলে অস্ট্রেলিয়া আর ব্যাটিংয়ে নামতে পারেনি। সিদ্ধান্ত হয় ১০ ওভারে খেলার। ফলে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের।

এই লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম ও ২৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ৫১ রানের মাথায় তৃতীয় উইকেটের যখন পতন হয় তখনো ২৯ বলে প্রয়োজন ছিল ৭৫ রানের। গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান চেষ্টা করলেও ৩ উইকেটে ৯৮ রানে থামে তাদের ইনিংস। ফিলিপস ২৪ বলে করেন ৪০ রান। তাতে ২৭ রানে পরাজিত হয় স্বাগতিকরা।