ইপিএলে ম্যানসিটি আর্সেনালের জয়, হারলো ম্যানইউ
- আপডেট সময় : ০৯:৫৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। তবে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে বোর্নমাউথের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে এদিন চোখে চোখ রেখে লড়াই করেছে বোর্নমাউথ। সিটির ১৫টি আক্রমণের বিপরীতে ১৩টি আক্রমণ করেছে স্বাগতিকরা। চারবার তারা পরীক্ষা নিয়ে সিটি গোলকিপারের।
তবে ম্যাচে প্রথমার্ধের ২৪ মিনিটে ব্যবধান গড়ে দেন ফিল ফোডেন। ২৪ মিনিটে তার করা গোলেই জয় নিশ্চিত হয় সিটির। বাকি পাঁচটি শট ঠেকিয়ে দেন বোর্নমাউথের গোলরক্ষক। এই জয়ে ২৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে সিটি। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে লিভারপুল।
সিটির কষ্টার্জিত জয় পেলেও এদিন রাতে বড় জয় তুলে নিয়েছে এ মৌসুমে শিরোপার আরেক দাবিদার আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে মিকেল আর্টেটার শিষ্যরা। ম্যাচের ১৮তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। ডিবক্সের ভেতর গোল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বোটম্যান।
ছয় মিনিট পর দারুণ এক গোলে আর্সেনা কে আবারও এগিয়ে দেন কাই হার্ভাটজ। দুই গোলে এগিয়ে বিরতিতে যাওয়া আর্সেনাল দ্বিতয়ার্ধের ৬৫তম মিনিটে বুকায় সাকোর গোলে লিড ৩-০ করে। চার মিনিট পর জ্যাকব কিউআর ব্যবধান ৪-০ করেন। তাতে ম্যাচ থেকে ছিটকে পড়ে নিউক্যাসল। ৮৪ মিনিটে নিউক্যাসলের জো উইলক একটি গোল করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। এই জয়ে ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।
এদিকে, ঘরের মাঠে হারের স্বাদ পেয়েছে মানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের কাছে ২-১ গোলে হেরেছে তারা। ৬৫ মিনিটে বাসির গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। ৮৯ মিনিটে হ্যারি ম্যাগুয়ারের গোলে ম্যানইউ সমতায় ফিরলেও ইনজুরি টাইমের সপ্তম মিনিটে গোল খেয়ে হেরে বসে তারা। এই হারে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে নেমে গেছে ম্যানইউ।