ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এ মাসের ২৩ দিনে প্রবাসী আয় ১৬৪ কোটি ডলার : বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের (২০২৪ সাল) ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৬৪ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩দিনে ১৬৪ কোটি ৬১ লাখ ডলার এসেছে। এর মধ্যে প্রথম সপ্তাহে (১ থেকে ২ ফেব্রুয়ারি) রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ১১ লাখ ৪০ হাজার ডলার। রেমিট্যান্স দ্বিতীয় সপ্তাহে (৩ থেকে ৯ ফেব্রুয়ারি) ৫৬ কোটি ৬ লাখ ৩০ হাজার ডলার, তৃতীয় সপ্তাহে (১০ থেকে ১৬ ফেব্রুয়ারি) ৫১ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার এবং চতুর্থ সপ্তাহে (১৭ থেকে ২৩ জানুয়ারি) ৪৯ কোটি ৬১ লাখ ২০ ডলার এসেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ২০ হাজার ডলার, দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ লাখ ৮০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

অন্যান্য সময়ের মতো এবারে ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ফেব্রুয়ারিতে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৯৪ লাখ ডলার। এরপরেই রয়েছে ন্যাশনাল ব্যাংকের অবস্থান। ব্যাংকটির মাধ্যমে ২২ কোটি এক লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি পাঁচ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া সাউর্থ ইস্ট ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ১৪ লাখ ১০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের চার কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, ট্রাস্ট ব্যাংকের চার কোটি ২০ লাখ ডলার এবং শাহজালার ব্যাংকের চার কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি বছরের (২০২৪ সাল) জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। গত ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। আগের মাস নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার, জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, জুনে ২১৯ কোটি ৯০ লাখ ৮০ হাজার ডলার, মেতে ১৬৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার ডলার এবং জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ মাসের ২৩ দিনে প্রবাসী আয় ১৬৪ কোটি ডলার : বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

চলতি বছরের (২০২৪ সাল) ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৬৪ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩দিনে ১৬৪ কোটি ৬১ লাখ ডলার এসেছে। এর মধ্যে প্রথম সপ্তাহে (১ থেকে ২ ফেব্রুয়ারি) রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ১১ লাখ ৪০ হাজার ডলার। রেমিট্যান্স দ্বিতীয় সপ্তাহে (৩ থেকে ৯ ফেব্রুয়ারি) ৫৬ কোটি ৬ লাখ ৩০ হাজার ডলার, তৃতীয় সপ্তাহে (১০ থেকে ১৬ ফেব্রুয়ারি) ৫১ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার এবং চতুর্থ সপ্তাহে (১৭ থেকে ২৩ জানুয়ারি) ৪৯ কোটি ৬১ লাখ ২০ ডলার এসেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ২০ হাজার ডলার, দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ লাখ ৮০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

অন্যান্য সময়ের মতো এবারে ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ফেব্রুয়ারিতে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৯৪ লাখ ডলার। এরপরেই রয়েছে ন্যাশনাল ব্যাংকের অবস্থান। ব্যাংকটির মাধ্যমে ২২ কোটি এক লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি পাঁচ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া সাউর্থ ইস্ট ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ১৪ লাখ ১০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের চার কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, ট্রাস্ট ব্যাংকের চার কোটি ২০ লাখ ডলার এবং শাহজালার ব্যাংকের চার কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি বছরের (২০২৪ সাল) জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। গত ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। আগের মাস নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার, জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, জুনে ২১৯ কোটি ৯০ লাখ ৮০ হাজার ডলার, মেতে ১৬৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার ডলার এবং জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।