ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনায় এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসরায়েলি আগ্রাসনে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর ব্যর্থতায় তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা পাচ্ছেনা গাজার স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা। হামলা হচ্ছে হাসপাতালেও। এতে করে ইতোমধ্যেই ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা।

এরসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমনই এক অবস্থায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তিনি বলেছেন, ১৪০ দিন ধরে গাজায় ইসরায়েলি অপরাধ কেবল দেখেই চলেছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাকারিয়াতে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এরদোগান বলেন, তারা এতোটাই বেশি নির্বিকার যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় না এবং জানাতে পারেও না।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, পশ্চিমা কোনো শক্তি বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কেউই ইসরায়েলের সহিংসতা প্রতিরোধে কার্যকর প্রচেষ্টা চালায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সূত্র: আনাদোলু

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনায় এরদোগান

আপডেট সময় : ০২:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

গাজায় ইসরায়েলি আগ্রাসনে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর ব্যর্থতায় তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা পাচ্ছেনা গাজার স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা। হামলা হচ্ছে হাসপাতালেও। এতে করে ইতোমধ্যেই ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা।

এরসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমনই এক অবস্থায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

তিনি বলেছেন, ১৪০ দিন ধরে গাজায় ইসরায়েলি অপরাধ কেবল দেখেই চলেছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাকারিয়াতে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এরদোগান বলেন, তারা এতোটাই বেশি নির্বিকার যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় না এবং জানাতে পারেও না।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, পশ্চিমা কোনো শক্তি বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কেউই ইসরায়েলের সহিংসতা প্রতিরোধে কার্যকর প্রচেষ্টা চালায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সূত্র: আনাদোলু