ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা মানুষদের ওপর গুলি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১২:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৭৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা মানুষদের ওপর গুলি ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১০ ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হয়েছে। উপত্যকাটিতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করছিলেন তারা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফান মাধ্যমে জানা যায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেয়া হয়েছে।

উত্তরাঞ্চলের জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনেও বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। রাফা শহরের একটি বাড়িতে ইসরাইলের বোমা হামলায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।

এদিকে, চরম মানবিক সংকটে ফিলিস্তিনের গাজাবাসী। ইসরাইলের অনবরত বোমা হামলার জন্য সেখানকার মানুষ খাবার সংকটে বেশি ভুগছে। বেঁচে আছে যারা তারা বলছে, ইসরাইলের হামলায় মারা না গেলেও তারা মরছে ক্ষুধার জ্বালায়। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অপুষ্টিতে ভুগছে শিশুরা।

গাজা পরিস্থিতির এমন দুর্ভিক্ষকে মানব সৃষ্ট দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের গাজার শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনআরডব্লিউএ এর প্রধান ফিলিপ লাজারিনি। এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা মানুষদের ওপর গুলি

আপডেট সময় : ১২:১২:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

ফিলিস্তিনের গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা মানুষদের ওপর গুলি ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১০ ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হয়েছে। উপত্যকাটিতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করছিলেন তারা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফান মাধ্যমে জানা যায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেয়া হয়েছে।

উত্তরাঞ্চলের জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনেও বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। রাফা শহরের একটি বাড়িতে ইসরাইলের বোমা হামলায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।

এদিকে, চরম মানবিক সংকটে ফিলিস্তিনের গাজাবাসী। ইসরাইলের অনবরত বোমা হামলার জন্য সেখানকার মানুষ খাবার সংকটে বেশি ভুগছে। বেঁচে আছে যারা তারা বলছে, ইসরাইলের হামলায় মারা না গেলেও তারা মরছে ক্ষুধার জ্বালায়। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অপুষ্টিতে ভুগছে শিশুরা।

গাজা পরিস্থিতির এমন দুর্ভিক্ষকে মানব সৃষ্ট দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের গাজার শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনআরডব্লিউএ এর প্রধান ফিলিপ লাজারিনি। এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছেন তিনি।