ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাজে অঙ্গভঙ্গি করে সমালোচিত রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৭৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিস্টিয়ানো রেনালদো মানেই রেকর্ড। সমান্তরালে রোনালদো মানে সমালোচনাও। সৌদি প্রো লিগে রোববার (২৫ ফেব্রুয়ারি) আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় আল-নাসের। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন রোনালদো। যে গোলে এগিয়ে যায় তার দল।

দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এটি ছিল রোনালদোর জন্য একটি মাইলফলক। ক্লাব ক্যারিয়ারে এটি ছিলে তার ৭৫০তম গোল। বর্তমানে খেলছেন, এমন ফুটবলারদের মধ্যে যা সর্বোচ্চ। দুইয়ে থাকা লিওনেল মেসির গোলসংখ্যা ৭১৫টি।

এদিন ম্যাচ শেষে প্রশ্নবিদ্ধ হন রোনালদো। মূলত দলের জয়ের পর পর্তুগিজ তারকা যখন মাঠ ছাড়বেন, এর আগে গ্যালারি থেকে ‘মেসি মেসি’ চিৎকার ভেসে আসছিল। রোনালদো প্রথমে কান খাড়া করে না শোনার ভান করেন। পরবর্তীতে ওই ভক্তের উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করেন তিনি।

এটি নিয়ে ম্যাচ শেষে শুরু হয় বিতর্ক। সৌদি আরবের এক টিভি সাংবাদিক রোনালদোর শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘এটি সীমা লঙ্ঘন। লিগ কর্তৃপক্ষ এখন কী সিদ্ধান্ত নেয় সেটিই দেখার পালা। তারা অবশ্য বেশ বিপদেই পড়েছেন। তবে, এটাও মনে রাখতে হবে, আইন সবার জন্য সমান। বড় তারকা হলেও তাকে শাস্তির আওতায় আনা হোক। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর মোট গোলের সংখ্যা ৮৭৭টি।

 

নিউজটি শেয়ার করুন

বাজে অঙ্গভঙ্গি করে সমালোচিত রোনালদো

আপডেট সময় : ০৭:৫৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

ক্রিস্টিয়ানো রেনালদো মানেই রেকর্ড। সমান্তরালে রোনালদো মানে সমালোচনাও। সৌদি প্রো লিগে রোববার (২৫ ফেব্রুয়ারি) আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় আল-নাসের। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন রোনালদো। যে গোলে এগিয়ে যায় তার দল।

দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এটি ছিল রোনালদোর জন্য একটি মাইলফলক। ক্লাব ক্যারিয়ারে এটি ছিলে তার ৭৫০তম গোল। বর্তমানে খেলছেন, এমন ফুটবলারদের মধ্যে যা সর্বোচ্চ। দুইয়ে থাকা লিওনেল মেসির গোলসংখ্যা ৭১৫টি।

এদিন ম্যাচ শেষে প্রশ্নবিদ্ধ হন রোনালদো। মূলত দলের জয়ের পর পর্তুগিজ তারকা যখন মাঠ ছাড়বেন, এর আগে গ্যালারি থেকে ‘মেসি মেসি’ চিৎকার ভেসে আসছিল। রোনালদো প্রথমে কান খাড়া করে না শোনার ভান করেন। পরবর্তীতে ওই ভক্তের উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করেন তিনি।

এটি নিয়ে ম্যাচ শেষে শুরু হয় বিতর্ক। সৌদি আরবের এক টিভি সাংবাদিক রোনালদোর শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘এটি সীমা লঙ্ঘন। লিগ কর্তৃপক্ষ এখন কী সিদ্ধান্ত নেয় সেটিই দেখার পালা। তারা অবশ্য বেশ বিপদেই পড়েছেন। তবে, এটাও মনে রাখতে হবে, আইন সবার জন্য সমান। বড় তারকা হলেও তাকে শাস্তির আওতায় আনা হোক। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর মোট গোলের সংখ্যা ৮৭৭টি।