আমেরিকার পাশের দেশেই পুলিশ মোতায়েন করল চীন
- আপডেট সময় : ০৮:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৩ বার পড়া হয়েছে
প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতিতে কাজ করছে চীনা পুলিশ। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। ওশেনিয়ার এই দ্বীপদেশটি আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের প্রতিবেশী। এ কারণে সোমবার প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য দেশকে সতর্ক করে দিল আমেরিকা।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সোমবার প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে পাঠানো বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের চীনা নিরাপত্তা বাহিনী যেন তাদের দেশে প্রবেশ করতে না দেওয়া হয়। কিরিবাতিতে চীনা পুলিশ মোতায়েন নিয়ে উদ্বেগও প্রকাশ করে আমেরিকা।
এর আগে গত সপ্তাহে কিরিবাতির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এরি অ্যারিটিয়েরা রয়টার্সকে বলেন, কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কিরিবাতির পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছেন চীনা অফিসাররা। এরা কমিউনিটি পুলিশিং ও ক্রাইম ডেটাবেস প্রোগ্রামের সঙ্গে যুক্ত।
১ লাখ ১৫ হাজার বাসিন্দার দেশ কিরিবাতি। এর সবচেয়ে কাছের প্রতিবেশী ২ হাজার ১৬০ কিলোমিটার দক্ষিণের হনুলুলু। এ ছাড়া হাওয়াই দ্বীপপুঞ্জও এর আরেক প্রতিবেশী দেশ।
এমন এক সময়ে এই তথ্য সামনে এল, যখন প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে নিজেদের সামরিক ঘাঁটি বানানোর চেষ্টা করছে চীন। আমেরিকাকে টেক্কা দিতেই তারা এই উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এ ব্যাপারে মার্কিন প্রশাসনের এক মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি রয়টার্সকে বলেন, ‘চীন থেকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সেনা প্রবেশ বাড়তি কোনো সুবিধা তাদের দেবে না। এতে শুধু আঞ্চলিক সংকটই বাড়বে। তবে চীনের এমন আচরণ সহ্য করা হবে না।’